ময়মনসিংহে পুলিশের ১১ দফা দাবিতে চলছে কর্মবিরতি, পুলিশ হবে জনতার, এই শ্লোগানে শ্লোগানে প্রকম্পিত

ময়মনসিংহে পুলিশের ১১ দফা দাবিতে চলছে কর্মবিরতি, পুলিশ হবে জনতার, এই শ্লোগানে শ্লোগানে প্রকম্পিত

BMTV Desk No Comments

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ 
বিসিএস কর্মকর্তাদের হুকুমের গোলাম হতে চাই না, আমরা জনগণের সেবক হয়ে থাকতে চাই, পুলিশ হবে জনতার, পুলিশে সংস্কার, পুলিশ হত্যার বিচার, দূর্নীতিবাজ পুলিশ কর্মকর্তাদের অবৈধ সম্পদ জব্দসহ ১১ দফা দাবিতে পুলিশ সদস্যরা কর্মবিরতি সমাবেশে  এসব দাবীতে শ্লোগানে, শ্লোগানে প্রকম্পিত তুলে ময়মনসিংহ পুলিশ লাইনে সাত শতাধিক পুলিশ সদস্য ।

শনিবার  সন্ধ্যা সাড়ে ৭টায় ময়মনসিংহ পুলিশ লাইনে এই  পুলিশে সংস্কারে  দাবি আদায়ে ও কর্মবিরতি কর্মসূচি পালন করছিল সাত শতাধিক পুলিশ সদস্য। কর্মবিরতির এই কর্মসূচিতে উপস্থিত পুলিশ সদস্যরা বলেন, বিগত ১৫ বছরে অধস্তন কর্মকর্তাদের সঙ্গে বিসিএস পুলিশ অফিসারদের বিভিন্ন অন্যায়য়ের কথা তুলে ধরে তাদের শাস্তির দাবি করেন।

আমরা কোন সরকারের গোলাম হয়ে থাকতে চাই না, বিসিএস কর্মকর্তাদের হুকুমের গোলাম হতে চাই না, আমরা জনগণের সেবক হয়ে থাকতে চাই।

কর্ম বিরতীর এই কর্মসূচিতে তাদের জীবনের নিরাপত্তা ও দাবী আদায় না হওয়া পর্যন্ত কর্মস্থলে ফিরবে না বলে তারা জানান। তারা কলংকিত পোষাক আর গায়ে জড়াতে চান।

বৈষম্য  বিরোধী  ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে পুলিশ হত্যাসহ পুলিশের বিভিন্ন স্থাপনায় হামলাকারীদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনা, নিহত পুলিশ সদস্যের পরিবারকে আর্থিক ক্ষতিপূরন এবং প্রতিটি পরিবারের এক সদস্যকে সরকারি চাকরি দেয়া, সাব ইন্সপেক্টর ও সার্জেন্ট পিএসসির এবং কনস্টেবল পুলিশ হেডকোয়াটারের অধীন নিয়োগ দেয়া, পুলিশের কর্মঘণ্টা ৮ ঘণ্টা নির্ধারন, পুলিশকে কোনো রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে ব্যবহার করতে না পারে, সে জন্য স্বাধীন পুলিশ কমিশন গঠন।তারা আরও বলেন, দুর্নীতিবাজ পুলিশ কর্মকর্তা বেনজীর, বিপ্লব, হারুন, হাবিব, বনজ কুমার মজুমদার সহ অন্যান্যদের গ্রেফতার করে আইনের আওতায় এনে বিচার করার দাবী জানান।

এসময় বক্তব্য রাখেন সম্বনয়ক আকরাম হোসেন, নুরুল ইসলাম, মুবাশ্বির, তানবির,ফারুক হোসেন, নুরুল হক, আলমগীর হোসেন, রেজাউল ইসলাম।তাদের বক্তব্যে বুক ফাটা আর্তনাদ ফুটে উঠে। এর আগে এ এস আই আকরাম হোসেন নিহত পুলিশ সদস্যদের স্মরণে ১ মিনিট নিরবতা, তাদের আত্মার জন্য মাগফেরাত কামনা করে দোয়া পাঠ করেন।