You must need to login..!
Description
স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ
টানা কয়েকদিন দেশের উদ্বুদ্ধ পরিস্থিতিতে ময়মনসিংহে থানা-পুলিশের কার্যক্রম বন্ধ থাকার পর আবারও শুরু হয়েছে। এতে জনমনে স্বস্তি ফিরে এসেছে।
শনিবার (১০ আগস্ট) থেকে এই কার্যক্রম শুরু হয় বলে নিশ্চিত করেছেন ময়মনসিংহ পুলিশ রেঞ্জের ডিআইজি শাহ আবিদ হোসেন। তিনি জানান, ময়মনসিংহ পুলিশ রেঞ্জে মোট ৩৬টি থানা রয়েছে। এর মধ্যে ৩৪টি থানার কার্যক্রম ইতোমধ্যে স্বাভাবিকভাবে শুরু হয়েছে। খুব দ্রুত বাকি দুটি থানার কার্যক্রম শুরু হবে।
কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. আনোয়ার হোসেন বলেন, থানার স্বাভাবিক কার্যক্রম চলছে। সেবা প্রার্থীদের জিডি, অভিযোগ যথারীতি গ্রহণ করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
এদিকে দুপুরে কোতোয়ালি মডেল থানা পরিদর্শন করেছেন ময়মনসিংহের দায়িত্বপ্রাপ্ত আর্মি অ্যান্ড ডকট্রিন কমান্ডের কর্নেল মাহমুদ হাসান, এসপি মাছুম আহম্মেদ ভূইঞা প্রমুখ।
এসময় কর্নেল মাহমুদ হাসান সাংবাদিকদের বলেন, পুলিশের অনুপস্থিতিতে আইনশৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি হচ্ছে। তাই পুলিশ সদস্যদের মনোবল বৃদ্ধি এবং জনগণের জানমাল রক্ষায় সেনাবাহিনী কাজ করে যাচ্ছে।
সূত্র জানায়, ১১ দফা দাবিতে গত কয়েকদিন ধরে কর্মবিরতিতে থাকা পুলিশ সদস্যরা ময়মনসিংহ পুলিশ লাইনে বিক্ষোভ করে আসছে। এরই ধারাবাহিকতায় তারা শনিবার সন্ধ্যা ৭টায় সংবাদ সম্মেলনের ডাক দিয়েছে।সেনাবাহিনীর সহায়তায় ময়মনসিংহ জেলার সকল থানায় সহায়তায় কার্যক্রম শুরু হয়েছে। ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানার কার্যক্রম শুরু হয়েছে।ময়মনসিংহ ব্যাটল গ্রুপ ৪০৩, কমান্ডার কর্ণেল মাহমুদ হাসান, ময়মনসিংহ, জেলা প্রশাসক দিদারে আলম মোঃ মাকসুদ চৌধুরী, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞাকে সাথে নিয়ে শনিবার কোতোয়ালি মডেল থানায় আসেন। এ সময় কোতোয়ালি মডেল থানার ওসি মাইন উদ্দিন, পুলিশ পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেনসহ অন্যান্য পুলিশ কর্মকর্তা ও সকল সদস্যরা কর্ণেল মাহমুদ হাসানকে অভিনন্দন জানান। পরে কর্ণেল মাহমুদ হাসান থানার সকল সদস্যদের সাথে কিছুক্ষণ মতবিনিময় করেন।
সবশেষে কর্ণেল মাহমুদ হাসান থানায় উপস্থিত সাংবাদিকদের ব্রিফ করেন। এ সময় তিনি বলেন,পুলিশের অনুপস্থিতিতে আইন শৃংখলার মারাত্মক অবনতি হচ্ছে। পুলিশ সদস্যদের মনোবল বৃদ্ধি এবং জনগনের জানমাল রক্ষায় সেনাবাহিনী কাজ করছে।তিনি সাংবাদিকদের এব্যাপারে সহযোগিতার জন্য আহবান জানান। ###