ময়মনসিংহে অনুমতি ছাড়া সকল প্রকার গণজমায়েত নিষিদ্ধ
August 13, 2024
86
No Comments
You must need to login..!
বিএমটিভি নিউজ ডেস্কঃ
ময়মনসিংহে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য অনুমতি ছাড়া সকল প্রকার গণজমায়েত নিষিদ্ধ করেছে জেলা প্রশাসন। সোমবার (১২ আগস্ট) রাত সাড়ে ৯টায় জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।এর আগে সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে সর্ব সাধারণকে পূর্বানুমতি ছাড়া কোনো ধরনের সভা, সমাবেশ বা মানববন্ধন থেকে বিরত থাকতে নির্দেশ প্রদান করা হলো। নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।