গুলিতে নিহত ১৬ বছরের শিশু হত্যার ঘটনায় শেখ হাসিনা, শেখ রেহানা ও কাদেরসহ ৫৯ জনের বিরুদ্ধে মামলা

image

You must need to login..!

Description

 বিএমটিভি নিউজঃ

মোহাম্মদপুরে ৪ আগস্ট পুলিশ, ছাত্রলীগ ও যুবলীগের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের সময় গুলিতে নিহত ১৬ বছরের শিশু ওমর ফারুক হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানা ও ওবায়দুল কাদেরসহ ৫৯ জনকে আসামি করে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে একটি হত্যা মামলা হয়েছে। নাম উল্লেখ করা আসামিদের মধ্যে পুলিশ কর্মকর্তারাও আছেন। এছাড়া অজ্ঞাতনামা হিসেবে ১০০ থেকে ২০০ জনকে আসামি করা হয়েছে।নিহত ওরম ফারুকের বাবা মিলন ফারাজি বাদী হয়ে মঙ্গলবার দুপুরে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালতে এ মামলাটি করেন।

মঙ্গলবার (২০ আগস্ট) শুনানি শেষে আদালত মামলাটি গ্রহণ করে তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশনা দিয়েছেন। আগামী ৩০ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য বলা হয়েছে বলে জানিয়েছেন আদালতের পেশকার হোসেন।

মামলায় বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট ইমরুল হাসান মানবজমিনকে বলেন, আজকে আমরা আদালতে সরাসরি এজহার চেয়েছিলাম। কিন্তু আদালত পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন। এতে আমরা অবাক হয়েছে। এই সময়েও আদালত পুলিশের উপর ভরসা রাখছে। এটা নজিরবিহীন। আমার বাদি থানায় গিয়েছিলো, কিন্তু সেখানে মামলা নেয়নি। এখন পুলিশের কাছে তদন্ত দেয়ায় প্রকৃত আসামিদের পার পেয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার