ঈশ্বরগঞ্জে চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাই

ঈশ্বরগঞ্জে চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাই

BMTV Desk No Comments

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাই করেছে দুর্বৃত্তরা। শনিবার সকালে উপজেলার নান্দাইল-আঠারবাড়ি সড়কের কবিরপুর এলাকা থেকে আল আমীন(৩০) নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার সান্দিকোনা ইউনিয়নের হরিনগর গ্রামের মৃত জমত আরীর ছেলে আল আমীন। শুক্রবার বিকেলে আল আমিন ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হয়। দিন শেষে রাতেও বাড়ি না ফেরায় বিভিন্ন জায়গায় খোঁজ করেন পরিবারের লোকজন। পরে শনিবার সকালে খবর পান ঈশ্বরগঞ্জের আঠারবাড়ি-নান্দাইল সড়কের কবিরপুর নামক স্থানে একজনের লাশ পড়ে আছে। সেখানে গিয়ে আল আমীনের মা রেজিয়া খাতুন সনাক্ত করেন এটাই তাঁর ছেলের মরদেহ। এ অবস্থায় সেখান থেকেই লাশ উদ্ধার করে পুলিশকে না জানিয়েই তিনি বাড়িতে নিয়ে যান। পরে খবর পেয়ে পুলিশ বাড়ি থেকে ফের লাশ উদ্ধার করে আঠারবাড়ি রায়েরর বাজার তদন্ত কেন্দ্রে নিয়ে যায়।

এ ব্যাপারে ঈশ্বরগঞ্জ আঠারবাড়ি রায়ের বাজার তদন্ত কেন্দ্রের ইনচার্জ আমিনুল হক জানান, ছিনতাইকারীরা ইজিবাইক চুরির লক্ষ্যে চালককে শ্বাসরোধ করে হত্যার পর ইজিবাইকটি নিয়ে যেতে পারে। রহস্য উদঘাটনের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা পক্রিয়াধীন রয়েছে।