স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ
ময়মনসিংহের ভালুকা উপজেলায় এল এস্কোয়্যার লিমিটেডে নামে একটি পোশাক কারখানার ৭০ জন শ্রমিক হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। ঘটনাটি বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার মাস্টারবাড়ী এলাকার পোশাক কারখানায় ঘটে। অসুস্থ শ্রমিকদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কারখানার শ্রমিকরা কীভাবে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন, তা এখনো জানা যায়নি বলে স্থানীয় প্রশাসন জানিয়েছে।শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লে ছুটি ঘোষণা করে কারখানা কর্তৃপক্ষ।
ময়মনসিংহ শিল্প পুলিশ সুপার মিজানুর রহমান খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন, অসুস্থ শ্রমিকদের চিকিৎসা চলছে বলে তিনি জানান।
ময়মনসিংহ কারখানা অধিদপ্তরের উপ-মহাপরিদর্শক আহমেদ মাসুদ বলেন, এল এস্কোয়্যার লিমিটেডের ঘটনায় আমাদের মেডিকেল টিম কাজ করছে। তদন্ত করে বিস্তারিত জানানো হবে। অসুস্থদের মধ্যে ৩০ জন একটি বেসরকারি হাসপাতালে এবং ৩৫ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে ছিলেন। এখন অনেকে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো. হাসানুল হোসেন বলেন, অসুস্থ হয়ে আমাদের হাসপাতালে ৩১ জন শ্রমিক ভর্তি হয়েছিলেন। ২৪ জন সুস্থ হয়ে বাসায় চলে গেছেন। ধারণা করা হচ্ছে হিস্টেরিয়ায় আক্রান্ত হয়েছিলেন তারা।