ময়মনসিংহে পূজামণ্ডপের নিরাপত্তা জোরদারে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দদের সাথে পুলিশ সুপারের মতবিনিময়

image

You must need to login..!

Description

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ 

ময়মনসিংহে পূজামণ্ডপের নিরাপত্তা ব্যবস্থা জোরদারের নিমিত্তে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দদের সাথে পুলিশ সুপার এর মতবিনিময় সভা অনুষ্ঠিত।

ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মোঃ আজিজুল ইসলামের সভাপতিত্বে গতকাল ২৪ সেপ্টেম্বর বিকালে পুলিশ সুপারের সম্মেল কক্ষে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মোহাম্মদ রায়হানুল ইসলাম, অতিঃ পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), ময়মনসিংহ, মোঃ শামীম হোসেন, অতিঃ পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), ময়মনসিংহ এবং ময়মনসিংহ জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি ও সেক্রেটারিসহ আরো অনেকে। উপস্থিত ছিলেন মহানগর পূজা উদযাপন কমিটির সভাপতি সেক্রেটারি হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ।


উক্ত সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামন্ডপে যে সকল নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করা হয়েছে সেগুলো নিয়ে আলোচনা করা হয়।মাননীয় আইজিপি মহোদয়ের নির্দেশক্রমে বিশেষত: প্রতিমা তৈরীর স্থানের নিরাপত্তা, বিট পুলিশিং এর মাধ্যমে মন্দির ও আশপাশের এলাকার নিরাপত্তা নিশ্চিত করা (সাদা পোষাকে) ইত্যাদি সংক্রান্তে পূজা উদযাপন কমিটির সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হবে। পূজামন্ডপসহ বিভিন্ন স্থানে পুলিশ ও আনসার সদস্যগণ দায়িত্বে নিয়োজিত থাকবেন।

য়মনসিংহে অধিক গুরুত্বপূর্ণ ২৭৩ টি, গুরুত্বপূর্ণ ৩৬৮ টি ও সাধারণ ৮১২ টি পূজামন্ডপ রয়েছে।এগুলোর নিরাপত্তার স্বার্থে মোবাইল টিম এলাকা ভিত্তিক টহল ডিউটিতে নিয়োজিত থাকবে।এছাড়াও হোন্ডা মোবাইল ডিউটির পাশাপাশি গোয়েন্দা পুলিশের ০৫ টি টিম সার্বিক নিরাপত্তার জন্য কাজ করবে। বিসর্জনের দিন নদীতে পুলিশের নৌ টহল থাকবে এবংদূর্ঘটনা এড়াতে ফাঁয়ার সার্ভিস এর বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত ডুবুরি টিম কাজ করবে।

থানাগুলোতে এই নিরাপত্তা পরিকল্পনা সমন্বয় ও নিয়ন্ত্রণের স্বার্থে পুলিশের কন্ট্রোল রুমের ব্যবস্থা থাকবে। ছিনতাই এড়াতে সাদা পোষাকে পুলিশ কাজ করবে। পূজামন্ডপে আগত নারী দর্শনার্থীদের নিরাপত্তার জন্য পর্যাপ্ত নারী পুলিশ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে যে কোনো গুজব প্রতিহত করার লক্ষ্যে সাইবার মনিটরিং টিম কাজ করবে।

এছাড়াও, পূজামন্ডপে সাধারণ মানুষের চলাচলের সুবিধার্থে শহর এলাকায় ফুটপাতে অবৈধ দোকান বন্ধ থাকবে। পূজা উপলক্ষে বিভিন্ন মার্কেটে ছিনতাই ও চুরি দমনে বড় বড় মার্কেটগুলোতে পুলিশী নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে। সর্বোপরি পূজার সময় জেলা পুলিশ কন্ট্রোল রুম হতে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা দ্বারা মনিটরিং এর ব্যবস্থা করা হবে।

উৎসবমুখর শারদীয় দুর্গাপূজার সার্বিক নিরাপত্তা প্রদানে জেলা পুলিশ সকলের দৃঢ় আস্তা ও ঐকান্তিক সহযোগিতা কামনা করছে।##

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার