You must need to login..!
Description
স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ
বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন,রাজনৈতিক দল এবং শ্রেণী-পেশার সংগঠনের সাথে নিবিড় সম্পর্ক স্থাপন করে যৌক্তিক সময়ের মধ্যে সংস্কার ও নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক শাসন ফিরিয়ে আনতে হবে । রাজনৈতিক দলের সাথে যাতে আস্থা ও বিশ্বাসের সঙ্কট সৃস্টি না হয়, সেজন্য অন্তর্বর্তীকালীন সরকারকে সচেস্ট থাকতে হবে।
তিনি আজ দুপুরে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন । ধোবাউড়া বাসস্ট্যান্ডে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় এমরান সালেহ প্রিন্স বলেন, অন্তরবর্তীকালীন সরকারকে আমরা সমর্থন করি, সহযোগিতা করছি।এই সরকারের সফলতা,ব্যর্থতার ওপর দেশের ভালো-মন্দ জড়িত। অন্তর্বর্তি সরকারকে ব্যর্থ হতে দেয়া যাবে না। ভোটাধিকার ও গণতন্ত্রের জন্য জনগণ দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করেছে। স্বৈরাচারী হাসিনা সরকার ভোট ব্যবস্থা ধ্বংস করে ভোট বিহীন দখলদারিত্ব কায়েম করেছিল। এসব করতে তারা রাষ্ট্র কাঠামো তছনছ করে দিয়েছে। সেজন্য রাষ্ট্র সংস্কারও প্রয়োজন। কিন্তু রাষ্ট্র সংস্কারের নামে দীর্ঘ সময় নেয়া যৌক্তিক হবে না।ভোটের বিকল্প সংস্কার হতে পারে না । বরং ভোটের মাধ্যমে নির্বাচিতের শাসনই বড় সংস্কার ।আওয়ামী লীগ কর্তৃত্ববাদী দুঃশাসন কায়েম করতে নির্বাচনকে নির্বাসনে পাঠিয়েছিলো। বরং ভোটের মাধ্যমে নির্বাচিতের শাসনই বড় সংস্কার ।এবং এর মাধ্যমেই সার্বিক সংস্কার টেকসই হবে।
ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য আলহাজ্ব মফিজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য অধ্যাপক আজহারুল ইসলাম কাজল,আনিসুর রহমান মানিক, মোয়াজ্জেম হোসেন খান লিটন, ফরহাদ রাব্বানী সুমন, উপজেলা বিএনপি নেতা হাবিবুর রহমান ,আবুল হাশিম, সোলায়মান সরকার,আবদুল কুদ্দুস ,আবদুস শহীদ,দক্ষিণ মাইজপাড়া ইউনিয়ন চেয়ারম্যান হুমায়ুন কবির ,সাবেক চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ তালুকদার, গাজীউর রহমান, রুহুল আমিন, ,আবু সিদ্দিক,
জেলা যুবদলের সহ সভাপতি আবুল কাশেম ডলার,যুগ্ম সম্পাদক ফরহাদ আল রাজি ,সহ সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম , জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন , জেলা ছাত্র দলের যুগ্ম সম্পাদক ফারুক হোসেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জালাল উদ্দীন ,সদস্য সচিব সাইফুল ইসলাম পলাশ, কলেজ ছাত্র দলের আহ্বায়ক সারোয়ার হোসেন ,সদস্য সচিব আল মামুন,
উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এমরান হোসাইন ,সদস্য সচিব কামরুল হাসান সুমন,উপজেলা কৃষক দলের আহ্বায়ক নয়ন মন্ডল, উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক মিজানুর রহমান মানিক, সদস্য সচিব শামিম ইসলাম, উপজেলা তাঁতী দলের আহ্বায়ক ওসমান গনি ,,সদস্য সচিব হাসান শাহ, ওলামা দলের মওলানা ওবায়দুল্লাহ, মওলানা হাবিবুর রহমানসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন ।