ময়মনসিংহে উলামা মাশায়েখসহ ইসলামপন্থী দলের নেতাদের সাথে জামায়াতের মতবিনিময়

ময়মনসিংহে উলামা মাশায়েখসহ ইসলামপন্থী দলের নেতাদের সাথে জামায়াতের মতবিনিময়

September 29, 2024 113 Views

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ
সকল বিভেদ ও মতপার্থক্য ভুলে বাংলাদেশের জমিনে ইসলাম কায়েম করতে হলে উলামা ও মাশায়েখদের সুদৃঢ় ঐক্য গড়ে তুলতে হবে। শনিবার রাতে ময়মনসিংহ নগরী একটি হোটেলে মহানগর জামায়াতের উলামা মাশায়েখ পরিষদ আয়োজিত উলামা মাশায়েখসহ ইসলামীপন্থী বিভিন্ন দলের নেতৃবৃন্দের সাথে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভায় বক্তারা এ কথা বলেন। মহানগর জামায়াতের আমীর কামরুল আহসান এমরুলের সভাপতিত্বে এবং উলামা মাশায়েখ পরিষদ বিভাগের সভাপতি মাওলানা মাহফুজুর রহমান পাঠানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন জামায়াতের জেলা আমীর আবদুল করিম, ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহীর সাংগঠনিক সম্পাদক ও জেলা সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ বিন হাফেজ্জী, নেজামে ইসলামের জেলা সভাপতি মাওলানা আজিজুল হক, সাধারণ সম্পাদক মাওলানা শরীফুর রহমান, খেলাফত মজলিসের জেলা সভাপতি মাওলানা নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মাওলানা আবদুল করিম, মহানগর জামায়াতের সাধারণ সম্পাদক অধ্যাপক শহীদুল্লাহ কায়সার, নায়েবে আমীর আসাদুজ্জামান সোহেল, ন্যাশনাল ডক্টরস ফোরামের জেলা সভাপতি অধ্যাপক ডা. শাহাব উদ্দিন আহাম্মদ চৌধুরী। এসময় জামায়াতের সহকারি সেক্রেটারি আনোয়ার হোসেন সুজন ও মাহফুজুল হাসান শামীম, মহানগর সাংগঠনিক সম্পাদক আল হেলাল তালুকদার, অর্থ সম্পাদক মোহাম্মদ মহসিন, কর্মপরিষদ সদস্য হায়দার আলীসহ জামায়াতে ইসলামী ও ইসলামপন্থী বিভিন্ন দলের নেতবৃন্দ উপস্থিত ছিলেন। ##

 

সাম্প্রতিক