ময়মনসিংহে গুম, খুন, বালুখেকো, ভূমিখেকো, চাঁদাবাজি ও মাদকের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে স্মারকলিপি পেশ

ময়মনসিংহে গুম, খুন, বালুখেকো, ভূমিখেকো, চাঁদাবাজি ও মাদকের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে স্মারকলিপি পেশ

September 29, 2024 108 Views

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ
জুলাই গণ-অভ্যুত্থানে ছাত্র-জনতা হত্যা, ফ্যাসিস্ট হাসিনা সরকারের শাসনামলে গুম, খুন, বালুখেকো, ভূমিখেকো, পরিবহণে চাঁদাবাজি ও মাদকের সঙ্গে জড়িত এবং ময়মনসিংহের রাজনৈতিক ও সামাজিক সম্প্রীতি বিনষ্টকারীদের গ্রেপ্তারের দাবিতে বিশাল পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। পদযাত্রা শহরের প্রধান সড়ক ঘুরে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনে স্মারকলিপি প্রদান করা হয়।


পদযাত্রাপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে আওয়ামী লীগের মন্ত্রী-এমপি, দলটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ এর সহযোগী সংগঠনের সন্ত্রাসীদের গ্রেপ্তারের জোর দাবি জানানো হয়।
আজ রোববার (২৯ সেপ্টেম্বর) দুপুরে সচেতন নাগরিক সমাজের ব্যানারে ময়মনসিংহের কৃষ্ণচূড়া চত্বর থেকে এই পদযাত্রা অনুষ্ঠিত হয়। পরে পদযাত্রা শহরের প্রধান সড়ক ঘুরে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনে স্মারকলিপি প্রদান করা হয়।এর আগে জেলা প্রশাসকের অফিসের সামনে সংক্ষিপ্ত সমাবেশ বক্তব্য দেন রুকনুজ্জামান রুকন সরকার, আলমগীর মাহমুদ আলম, শহিদুল আমীন খসরুসহ সংগঠনের নেতারা। পরে জেলা প্রশাসক মুফিদুল আলম স্মারকলিপি গ্রহণ করে বলেন, ‘আপনারা নিয়মতান্ত্রিক উপায়ে আন্দোলন চালিয়ে যান। জেলা প্রশাসনের পক্ষ থেকে যা করার আমরা তা করব।##

মতিউল আলম

সাম্প্রতিক