গফরগাঁওয়ে বিএনপির পূজা মন্ডপ পরিদর্শন ও অর্থ প্রদান মন্ডপগুলোতে মানবঢাল তৈরি করে রেখেছে বিএনপি নেতা-কর্মীরা

গফরগাঁওয়ে বিএনপির পূজা মন্ডপ পরিদর্শন ও অর্থ প্রদান মন্ডপগুলোতে মানবঢাল তৈরি করে রেখেছে বিএনপি নেতা-কর্মীরা

BMTV Desk No Comments

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ 

শারদীয় দুর্গাপূজার অষ্টমীতে ময়মনসিংহের গফরগাঁওয়ে বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন ও নগদ অর্থ সহায়তা প্রদান করেছেন বিএনপির ময়মনসিংহ (দক্ষিণ) জেলা বিএনপির যুগ্ন আহবায়ক ও পাগলা থানা বিএনপির আহবায়ক ডা. মোফাখখারুল ইসলাম রানা।

শুক্রবার (১১ অক্টোবর) রাতে গফরগাঁও পৌর এলাকার ৪টি মন্ডপে নেতাকর্মীদের নিয়ে পরিদর্শনকালে পূজামন্ডপ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে এ আর্থিক সহায়তা তুলে দেন ডা. রানা। এ সময় উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা শেখ মো. ইসহাক, ছুয়াদুর রহিম ভুলু, আব্দুল হামিদ শেখ, আজহারুল হক, যুবদল নেতা আব্দুল আজিজ সাদেক, ছাত্রদল নেতা মুক্তার হোসেন প্রমুখ।

ডা. বলেন, ‘আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই ভাই ভাই। বিগত সরকারের আমলে হিন্দু ধর্মাবলম্বীরা স্বাধীন ও সুন্দরভাবে পূজা-অর্চনা করতে পারেননি। আতঙ্কের মধ্যে থাকতে হয়েছে সব সময়। এখন সব ধর্মের অনুসারীরা তারা তাদের নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করেছে। পূজায় কেউ যদি বিশৃঙ্খলা করার চেষ্টা চালালে কাউকে ছাড় দেব না। উপজেলার সকল মন্ডপগুলো মানবঢাল হিসেবে কাজ করছে বিএনপি নেতা-কর্মীরা।##