স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ
ময়মনসিংহ এর অভিযানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত রিদোয়ান হাসান সাগর হত্যার অন্যতম আসামী রাহাত হোসেন টিটু গ্রেফতার।
গত ১৯ জুলাই সারা দেশের ন্যায় ময়মনসিংহ জেলায় কোটা বিরোধী আন্দোলন চলাকালে আন্দোলনকে দমন করার জন্য অস্ত্রগুলি ও দেশীয় ধারালো অস্ত্রসহ ধাওয়া করে রিদোয়ান হাসান সাগর (২২)কে ঘটনাস্থলে এলোপাথারী গুলি ও দেশীয় অস্ত্রধারা হত্যা করে। উক্ত ঘটনায় ময়মনসিংহ জেলার কোতোয়ালী মডেল থানার মামলা নং-২৯, তারিখ-১৮/০৯/২০২৪ ইং, ধারা-৩০২/১০৯/৩৪ পেনাল কোড রুজু হয়। ঘটনার পর হতে উক্ত আসামীরা আত্মগোপন করে। পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ সহিদুল ইসলাম পিপিএম অফিসার ইনচার্জ, ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখার নির্দেশে মামলার তদন্তকারী অফিসার এসআই (নিঃ) মোঃ সোহরাব আলী সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান চালিয়ে আসামী টিটুকে ১৫ অক্টোবর’২৪ বিকালে কোতোয়ালী থানার আনঞ্জুমান ঈদগাঁহ মাঠের পিছনে আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক এর কার্যালয়ের সামনে রাস্তা হতে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়। ঘটনায় জড়িত অন্যান্য আসামীদের গ্রেফতারের অভিযান অব্যাহত আছে।###