ছেলের লাঠির আঘাতে পিতা নিহত

ছেলের লাঠির আঘাতে পিতা নিহত

October 19, 2024 108 Views

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ 

ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় ছেলে রুবেল মিয়ার লাঠির আঘাতে পিতা হাবিবুর রহমান (৪০) নিহত হয়েছেন। শুক্রবার রাত অনুমান সাড়ে ৩টার সময় উপজেলার রাঙ্গামাটি ইউনিয়নের পাহাড় অনন্তপুর গ্রামের নিজ বাড়ীতে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, হাবিবুর রহমানের ছেলে রুবেল একজন মানসিক ভারসাম্যহীন। তাকে বাড়িতে বেঁধে রাখা হত। বেধে না রাখলে সুযোগ পেলেই ছাড়া পেয়ে যে কাউকে আঘাত করতো। রাতের খাবার খেয়ে পিতা হাবিবুর রহমান নিজ ঘরে ঘুমিয়ে পড়েন। ঘুমের মধ্যে তার ছেলে রুবেল মিয়া (২০) বাঁশের লাঠি দিয়ে বাবাকে মাথায় আঘাত করে। ঘটনাস্থলেই বাবার মৃত্যু হয়। খবর পেয়ে ফুলবাড়ীয়া থানা পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

অফিসার ইনচার্জ মোহাম্মদ রুকনুজ্জামান বলেন, নিহতের ছোট ছেলে সাগর হাসান ওরফে সোহেল বাদী হয়ে হত্যা মামলা দায়ের করলে একমাত্র আসামী রুবেলকে গ্রেফতার করা হয়েছে। লাশ ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।##

এনায়েতুর রহমান

সাম্প্রতিক