You must need to login..!
Description
স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ
ময়মনসিংহে ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনায় মামলা করা হয়েছে। এতে আজাহার ফিলিং স্টেশনের মালিক আজাহারুল ইসলামকে প্রধান করে ৬ জনের নাম উল্লেখসহ মোট ১২ জনকে আসামি করা হয়েছে। বুধবার (৬ নভেম্বর) কোতোয়ালি মডেল থানায় মামলাটি দায়ের করেন অগ্নিদগ্ধ হয়ে নিহত প্রাইভেট কার চালক হিমেল আহমেদের মা ইয়াসমিন হেনা।এতে ঘটনাস্থলে একজনসহ মোট চারজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে মামলার বিষয়টি নিশ্চিত করেন কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম খান।
মামলার অন্য আসামিরা হলেন- জসীম (৩৮), পিয়াস উদ্দিন (৪৫), আরিফুল ইসলাম (৩৫), আব্দুল জলিল (৩৫) এবং মিন্টু মিয়াসহ অজ্ঞাত আরও ৬ জন। মামলার এজাহারে বাদী আসামিদের বিরুদ্ধে উদাসীনতা, কর্তব্যে অবহেলা, ব্যবস্থপনার ত্রুটি, নিরাপত্তা ব্যবস্থা না রাখা এবং সরকার কর্তৃক নির্ধারিত সময়ের বাইরে ট্যাংকে গ্যাস সরবরাহ করার কারণে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে অভিযোগ করেন। এতে অপূরণীয় ক্ষতিসহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলেও এজাহারে দাবি করেন বাদী ইয়াসমিন হেনা।প্রসঙ্গত, গত ৪ নভেম্বর ময়মনসিংহ নগরের রহমতপুর বাইপাস এলাকায় আজহার ফিলিং স্টেশনে এলপিজি গ্যাস ট্যাংকার থেকে আনলোডের সময় লিকেজ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে একজনসহ মোট চারজন নিহত হয়েছেন।
নিহতরা হলেন- ময়মনসিংহ নগরীর নিজকল্পা গ্রামের আবদুস সালামের ছেলে ফিলিং স্টেশনের কর্মচারী তোফাজ্জল হোসেন (৪৫), কিসমত গ্রামের জামাল উদ্দিনের ছেলে প্রাইভেট কার চালক হিমেল আহমেদ (৩২), স্থানীয় ভিক্ষুক আবদুল কদ্দুস (৮৫) এবং ২৯ নম্বর ওয়ার্ডের হাড়গুজিরপাড় এলাকার মনসুর হোসেনের ছেলে মুদি দোকানি আবুল হোসেন (৪৫)। ##
মতিউল আলম