ট্রেনে পাথর নিক্ষেপ ও হামলায় ছাত্রনেতাসহ আহত ৬, প্রতিবাদে মানববন্ধন

image

You must need to login..!

Description

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ ও যাত্রাবিরতিকালে হামলার ঘটনায় গফরগাঁও উপজেলা ছাত্র ও শ্রমিকদল নেতাসহ ৬ জন আহত হওয়ার প্রতিবাদ জানিয়েছে ছাত্রদল ও শ্রমিকদলের নেতা-কর্মীরা। সোমবার দুপুরে গফরগাঁও রেলস্টেশনে মানববন্ধন করেন তাঁরা। এ সময় নেতৃবৃন্দ জড়িত ব্যক্তিদের শাস্তির দাবি জানান।
আহত নেতারা হলেন গফরগাঁও উপজেলা ছাত্রদলের আহবায়ক মুক্তার হোসেন, ছাত্রনেতা শান্ত, ইমন, যুবদল নেতা আরিফ. শ্রমিকদল নেতা জয়নাল ও আসাদুল। তাদের মধ্যে মুক্তার হোসেন ও শান্তর মাথা পাথরের আঘাতে ফেটে যায়।
জানা যায়, রোববার (১২ নভেম্বর) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পেশাজীবিদের আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য ডা. এ. জেড. এম জাহিদ হোসেন। ওই প্রোগ্রাম শেষে বিএনপি নেতা-কর্মীরা মহুয়া ট্রেনযোগে গফরগাঁও আসার পথে বালিপাড়া ট্রেশনে ট্রেনটির যাত্রাবিরতিকালে ট্রেনে উঠে হামলা চালায় একদল দূর্বৃত্ত। এ সময় তাঁরা ছিনতাইও করে বলে অভিযোগ উঠে। পরে ট্রেন ছাড়ার পর পূনরায় পাথর নিক্ষেপ করে ওই দূর্বৃরা।

মানববন্ধ ও বিক্ষোভকালে নেতৃবৃন্দ ‘দুর্বৃত্তদের চিহ্নিত করে দ্রæত বিচার চেয়ে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক আজিজুল হক, রোকন, ছাত্রনেতা ইসতিয়াক, আশরাফুল আলম, জীবন, জাকির হোসেন, হিমেল প্রমুখ।

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার