ময়মনসিংহ মটর মালিক সমিতির নতুন সভাপতি কোহিনূর, রতন মহাসচিব

ময়মনসিংহ মটর মালিক সমিতির নতুন সভাপতি কোহিনূর, রতন মহাসচিব

BMTV Desk No Comments

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ 
ময়মনসিংহ জিলা মটর মালিক সমিতির ত্রি-বার্ষিক সাধারন সভায় ৭৯ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন পরিচ্ছন্ন রাজনীতিক ও ব্যবসায়ী শরাফ উদ্দিন কোহিনূর এবং মহাসচিব হয়েছেন সাবেক ছাত্রনেতা ও পরিবহন ব্যবসায়ী আব্দুর রব আকন্দ রতন।

মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুরে ময়মনসিংহ জিলা মটর মালিক সমিতির ত্রি-বার্ষিক সাধারন সভা শেষে সর্বসম্মতিক্রমে এই নতুন কমিটি ঘোষনা করা হয়।

এর আগে জিলা মটর মালিক সমিতির কার্যালয়ে সংগঠনের সিনিয়র সহ=সভাপতি মঞ্জু তালুকদারের সভাপতিত্বে দেশের পরিবর্তিত প্রেক্ষাপটে জিলা মটর মালিক সমিতিকে ঢেলে সাজানোর লক্ষ্যে এক সাধারন সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় সমিতির সদস্যদের সর্বসম্মতিক্রমে ৭৯ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। এ সময় ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কার্যকরী সভাপতি মো: জসীম উদ্দিন এই নতুন কমিটি ঘোষনা করেন।

খবরের সত্যতা নিশ্চিত করে জসীম উদ্দিন বলেন, আশা করছি এই নতুন কমিটি দায়িত্ব পালনে সচেতন থাকবে। নব নির্বাচিত কমিটির সভাপতি রাজনীতিক ও ব্যবসায়ী শরাফ উদ্দিন কোহিনূর মটর মালিক সমিতিতে একটা সুন্দর পরিবেশ শৃংখলা ফিরিয়ে আনতে সকলকে সহযোগিতার আহবান জানান। মহাসচিব আব্দুর রব আকন্দ রতন বলেন, একছত্র আধিপত্য মুক্ত একটি সংগঠন হিসেবে গড়ে তুলতে চায়।

এদিকে নতুন কমিটি গঠনের খবরে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মালিক, শ্রমিক ও কর্মচারীদের মধ্যে উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়েছে। এ সময় নতুন কমিটির নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে আনন্দ প্রকাশ করেন সংশ্লিষ্টরা।##

মতিউল আলম