নান্দাইলে অবৈধ ইটভাটা উচ্ছেদ অভিযান ও জরিমানা

image

You must need to login..!

Description

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
ময়মনসিংহের নান্দাইলে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে শুরু হয়েছে অবৈধ ইটভাটা উচ্ছেদ অভিযান।
১২ নভেম্বর মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এ উচ্ছেদ অভিযানে উপজেলার মুসুল্লি, রাজগাতী, মোয়াজ্জেমপুর ইউনিয়নে অবৈধ গড়ে উঠা ৫টি ইটভাটার চুল্লী গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
ইটভাটাগুলি হচ্ছে মেসার্স মেহেরুনন্নেছার মালিকানাধীন এম. আর. বি. ব্রিকস, আলী উসমানের মালিকানাধীন সেভেন স্টার ব্রিকস (১) ও সেভেন স্টার ব্রিকস (২), মুস্তফা কামালের মালিকানাধীন এম. আর. বি. ব্রিকস এবং গেনু ভূইয়ার মালিকানাধীন এম. এ. ডি. ব্রিকস।
অবৈধ ইটভাটা উচ্ছেদ অভিযানে পরিচালনাকারী সদস্যরা জানান, ইটভাটার চুল্লী অপসরণসহ আলী উসমানের মালিকানা সেভেন স্টার ব্রিকস (২) কে পাঁচ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। মোবাইল কোর্ট পরিচালনা করেন
সহকারী কমিশনার (ভূমি) ফয়জুর রহমান ও পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মাহাবুবুল ইসলাম , নান্দাইল মডেল থানা পুলিশ, পরিবেশ অধিদপ্তর ও উপজেলা ভূমি অফিসের কর্মরত লোকজন এই মোবাইল কোট পরিচালনায় অংশ নেয়।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুর রহমান জানান, সোমবার সকাল থেকে বিকাল ৫টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পাঁচটি ইটভাটা উচ্ছেদ সহ একটি ইটভাটাকে অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে।
নান্দাইল উপজেলায় ২৭ টি ইটভাটা রয়েছে । কতগুলো ইটভাটায় এই অভিযান পরিচালনা করা হবে জানতে চাইলে, ময়মনসিংহ পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা মাহাবুবুল ইসলাম জানান, পরিবেশ অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী অবৈধ সব ইটভাটাতেই অভিযান চালানো হবে। আজ প্রথম দিনে অনুমোদনহীন ৫টি ইটভাটা গুড়িয়ে দেয়া হয়েছে এবং এ অভিযান অব্যাহত থাকবে। ###

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার