ময়মনসিংহে ফিলিং স্টেশনে অগ্নিকান্ডে নিহত বেড়ে-৬

ময়মনসিংহে ফিলিং স্টেশনে অগ্নিকান্ডে নিহত বেড়ে-৬

November 14, 2024 97 Views

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ 
ময়মনসিংহ সদরের রহমতপুর বাইপাসে আজাহার ফিলিং স্টেশনে (৪ নভেম্বর) সোমবার অগ্নিকান্ডের ঘটনায় আব্দুল মালেক (৫০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে,এ ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৬ জনে দাড়ালো।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারির নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত আব্দুল মালেক ফিলিং স্টেশনের পাশে চায়ের দোকানদার। এর আগে হিমেল মুন্সি (২৫), আব্দুল কুদ্দুস (৮০), আবুল হোসেন (৪৫), তোফাজ্জল হোসেন (৪২) ও কামরুল হাসান (৩৫) মারা যায়। আগুনের ঘটনায় গুরুতর দগ্ধ হয়ে সুমি আক্তার (৩০) নামে আরও একজন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
কোতোয়ালী মডেল থানার উপ-পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা এসএম নুর হোসেন মানবজমিনকে বলেন, গত ৪ নভেম্বর সোমবার রাতে ময়মনসিংহ থেকে গুরুতর দগ্ধ অবস্থায় ঢাকা ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারিতে নেয়া হয়। আজ বৃহস্পতিবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল মালেক মারা যায়। বর্তমানে ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি হাসপাতালে সুমি আক্তার ৩২ শতাংশ দ্বগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। দগ্ধের পরিমাণ বেশি হওয়ায় তার অবস্থা আশঙ্কাজনক।
এর আগে গত ৬ নভেম্বর দুপুরে নিহত প্রাইভেটকার চালক হিমেল মুন্সির মা ইয়াসমিন ওরফে হেনা বাদী হয়ে আজহার ফিলিং স্টেশনের মালিক আজহারসহ ৬ জনকে আসামী করে কোতোয়ালী মডেল থানায় হত্যা ও বিস্ফোরক আইনে মামলা দায়ের করেন। আসামীরা বর্তমানে জামিনে আছেন বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।
উল্লেখ্য, গত ৪ নভেম্বর সোমবার বেলা পৌনে ৩ টার দিকে ময়মনসিংহ সদরের আজাহার ফিলিং স্টেশনে আগুন লাগে। খবর পেয়ে বেলা পৌনে ৩ টার দিকে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিটের দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে ৭টি গাড়ী অগ্নিকান্ডে ভস্মিভূত হয়ে যায়। এর মধ্যে একটি প্রাইভেকটার, তিনটি সিএনজিসহ অন্যান্য গাড়ি রয়েছে।

সাম্প্রতিক