গফরগাঁওয়ে জনতার হাতে ভুয়া ম্যাজিস্ট্রেট আটক

গফরগাঁওয়ে জনতার হাতে ভুয়া ম্যাজিস্ট্রেট আটক

BMTV Desk No Comments

গফরগাঁও (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা ঃ

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার মোঃ তুষার মিয়া (৪১) নামে এক ভুয়া ম্যাজিস্ট্রেটকে আটক করেছে স্থানীয় জনতা। আজ বৃহস্পতিবার সকালে যশরা ইউনিয়নের শিবগঞ্জ বাজারে ব্যবসায়ীদের দোকানে ম্যাজিস্ট্রেট পরিচয়ে পলিথিন উদ্ধার অভিযানের সময় তাকে আটক করা হয়।

অভিযুক্ত ভুয়া ম্যাজিস্ট্রেট তুষার কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার মধ্যবাজার রথপাড়া এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী মো: শহিদুল ইসলাম জানান, মোঃ তুষার মিয়া নিজেকে স্বাস্থ্য অধিদফতরের ম্যাজিস্ট্রেট পরিচয়ে শিবগঞ্জ বাজারের ব্যবসায়ী বুলু মিয়া ও ফোরকান আলী দোকানে অবৈধ পলিথিন উদ্ধারে অভিযান চালায়। এ সময় তার কথাবার্তা সন্দেহ হলে স্থানীয় জনতা তাকে চ্যালেঞ্জ করে আটকে রাখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত থেকে তাকে উদ্ধার করে।

গফরগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম জানান, ‘জনতার হাতে আটক স্বাস্থ্য অধিদফতরের লোক পরিচয়দানকারী তুষার মিয়া ভুয়া। তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’