নান্দাইলে বাস চাপায় ব্যবসায়ী নিহত

নান্দাইলে বাস চাপায় ব্যবসায়ী নিহত

BMTV Desk No Comments

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধিঃ

ময়মনসিংহের নান্দাইলে বাসের চাকায় পিষ্ট হয়ে হযরত আলী(৫৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছে। ১৪ নভেম্বর বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টার দিকে ময়মনসিংহ কিশোরগঞ্জ মহাসড়কের বেলালাবাদ বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত হযরত আলী বেলালাবাদ বাজারের ব্যবসায়ী এবং মোয়াজ্জেমপুর ইউপির উত্তর পালাহার গ্রামের মৃত রহিম ফকিরের পুত্র।
স্থানীয় লোকজন ও হাইওয়ে পুলিশ সূত্র জানায় বৃহস্পতিবার সাপ্তাহিক বাজারে মহাসড়ক পারাপারের সময় ময়মনসিংহ থেকে হবিগঞ্জ গামী দুরন্ত পরিবহন বাসের চাকায় চাপা পড়ে গুরুতর আহত হয় । স্থানীয়রা উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নান্দাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান- দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং বাসটি আটক করা সম্ভব হয়নি। কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।###