ময়মনসিংহ টাউনহল প্রাঙ্গণে ৮দিনব্যাপী বিভাগীয় বইমেলার উদ্বোধন

ময়মনসিংহ টাউনহল প্রাঙ্গণে ৮দিনব্যাপী বিভাগীয় বইমেলার উদ্বোধন

November 15, 2024 81 Views

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ 
আজ শুক্রবার ১৫ নভেম্বর বিকালে ময়মনসিংহ টাউন ময়দানে ৮দিনব্যাপী বিভাগীয় মেলা শুরু হয়েছে। বই মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি বিভাগীয় কমিশনার মোখতার আহমদ। অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিভাগীয় কর্মকর্তা ও জেলা প্রশাসকসহ বিভিন্ন কর্মকর্তাগণ ছিলেন। বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করা হয়।
মেলায় ৮টি সরকারী স্টল, ৫৭ টি বেসরকারী প্রকাশনা প্রতিষ্ঠান সহ ৬৫টি স্টল অংশ করেছে। বইমেলায় প্রতিদিন আলোচনা সভা, সেমিনার, কচিকাচার আসর, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকছে।

বিভাগীয় কমিশনার এসময় বলেন সকলকে মেলায় অংশ গ্রহণ করে বই পড়ে জ্ঞান ও সংস্কৃতির বিকাশে অগ্রনি ভুমিকা রাখবে। সু শিক্ষায় শিক্ষিত না হলে সমাজ ব্যবস্থা অন্ধকারে নিমজ্জিত হবে। আজ আমি বিভাগীয় কমিশনার হয়েছি যদি লেখাপড়া না জানতাম তাহলে কি হতে পারতাম। সমাজে মাদকাসক্ত বৃদ্ধি পেয়েছে সুশিক্ষার অভাবে। একজন শিক্ষিত লোকের চিন্তা ভাবনা আর অশিক্ষিত লোকের চিন্তা ভাবনা এক নয়। ###

মতিউল আলম

সাম্প্রতিক