ময়মনসিংহে স্বামীকে হত্যার দায়ে স্ত্রী ও প্রেমিককের মৃত্যুদন্ড

image

You must need to login..!

Description

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ  
ময়মনসিংহের হালুয়াঘাটে পরকিয়ার কারণে স্বামী হযরত আলীকে হত্যার দায়ে স্ত্রী সাবিনা খাতুন ও তার প্রেমিক সহোদর বোন জামাই লিয়াকত আলীকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক মৃত্যু দন্ড এবং জেলার ভালুকার মাদক মামলায় অপর তিনজন আসামীকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে।

ময়মনসিংহের অতিরিক্ত জেলা ও দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক বিজ্ঞ বিচারক আলী মনসুর আজ রবিবার দুপুরে জনার্কীণ আদালতে হত্যার অভিযোগ সন্দেহাতীত ভাবে প্রমানিত এবং আসামীদ্বয় হযরত আলী (৪০) হত্যার দায় স্বীকার করায় স্ত্রী সাবিনা খাতুন (২৮) ও তার প্রেমিক সহোদর বোন জামাই লিয়াকত আলী (৩৬) কে মৃত্যুদন্ড ও প্রত্যেক আসামীকে ২০ হাজার টাকা জরিমান প্রদান করেছেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানাগেছে ২০২১ সালের ২৯ আগষ্ট হযরত আলী গৃহস্থালীর কাজ শেষে পার্শ্ববর্তী শেরপুর জেলার নালিতাবাড়িতে যাওয়ার পথে স্ত্রী সাবিনা খাতুন মোবাইল ফোনে স্বামী হযরত আলীর অবস্থান জেনে সন্ধ্যা রাতে পরকিয়া প্রেমিক সহোদর বোন জামাই লিয়াকত আলী (৩৬)কে মোবাইল ফোনে জানান তার স্বামী হযরত আলী হালুয়াঘাট উপজেলার গোরকপুর বাজারে অবস্থান করছে। প্রেমিকার ফোন পেয়ে লিয়াকত আলী দ্রুত গোরকপুর বাজারে পৌছে কৌশলে হযরত আলীকে ঐ দিন রাতেই হালুয়াঘাট উপজেলার পশ্চিম কুতিকুড়া (ওলুয়াকান্দা) গ্রামের আঁতল বিলে নিয়ে গামছা দিয়ে প্যাচিয়ে হযরত আলীকে শ্বাসরোধে হত্যা করে বিলে লাশ পুতে রেখে মোবাইল ফোনে সাবিনা খাতুন (২৮)কে অবহিত করে পালিয়ে যায়। এঘটনায় হালুয়াঘাট থানায় একটি হত্যা মামলা করা হয়। পুলিশ দীর্ঘদিন তদন্ত শেষে হযরত আলীর স্ত্রী সাবিনা খাতুন ও তার প্রেমিক লিয়াকত আলীর নামে চার্জশীট দাখিল করে।

আদালত ১৭ জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহন শেষে ময়মনসিংহের অতিরিক্ত জেলা ও দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক বিজ্ঞ বিচারক আলী মনসুর আজ রবিবার দুপুরে জনার্কীণ আদালতে আসামীর উপস্থিতিতে স্ত্রী সাবিনা খাতুন (২৮) ও তার প্রেমিক সহোদর বোন জামাই লিয়াকত আলী (৩৬) কে মৃত্যুদন্ড ও প্রত্যেক আসমীকে ২০ হাজার টাকা জরিমানা প্রদান করেন। সরকার পক্ষে এডভোকেট আনোয়ারুল আজিজ টুটুল কৌশলী ছিলেন। আসামীরা আগামী ৭ কার্য্য দিবসের মধ্যে উচ্চ আদালতে আপিল করতে পারবে বলে বিজ্ঞ বিচারক আলী মনসুর আসামীদের জানিয়েছেন।

ভালুকার মাদক মামলায় তিন মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদন্ড

একই আদালত অপর এক রায়ে ২০১৮ সালের ৩০ নভেম্বর মাদক মামলার ময়মনসিংহের ভালুকার তিন মাদক ব্যবসায়ী নিজাম উদ্দিন ,হিরন মিয়া ও নবী হোসেনকে যাবজ্জীবন কারাদন্ড এবং সাজাপাপ্ত প্রত্যেক আসাম কে ১০ হাজার টাকা করে জরিমানা করেছেন।##

মতিউল আলম

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার