ময়মনসিংহে চুরি যাওয়া শিবলিঙ্গ ৪ ঘণ্টা পর টাঙ্গাইল থেকে উদ্ধার

ময়মনসিংহে চুরি যাওয়া শিবলিঙ্গ ৪ ঘণ্টা পর টাঙ্গাইল থেকে উদ্ধার

BMTV Desk No Comments

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ  
ময়মনসিংহে চুরি যাওয়া কোটি টাকা মূল্যের শিবলিঙ্গটি মামলা দায়েরের চার ঘণ্টা পর টাঙ্গাইল থেকে উদ্ধার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। ঘটনার সাথে জড়িত প্রশান্ত কর্মকারকেও (৩৩) গ্রেফতার করা হয়েছে।
গতকাল সোমবার সকালে কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সফিকুল ইসলাম খান এক প্রেস ব্রিফিংএ জানান, গত রোববার (১৭ নভেম্বর) দুপুর দু’টা থেকে বিকেল চারটার মধ্যে থানাঘাট সংলগ্ন শ্রী শ্রী শিব মন্দির থেকে শিবলিঙ্গটি চুরি হয়। সন্ধ্যা ৬ টায় খবর পেয়ে পুলিশ সুপারের নির্দেশে উদ্ধার অভিযান শুরু করা হয়। এব্যাপারে রাত সাড়ে আটটায় শিব মন্দিরের পুরোহিত দুলাল ভট্টাচার্য একটি মামলা দায়ের করেন (মামলা নং- ৪৩, তারিখ- ১৭/১১/২০২৪ ইং, ধারা- ৪৫৪/৩৮০ দঃবিঃ)।
পুলিশ সিসি ক্যামেরার ফুটেজ দেখে একটি রিকসা ও রিকসার চালককে শনাক্ত করে। ওই চালক পুলিশকে জানায়, শিবলিঙ্গসহ এক ব্যক্তিকে নগরীর কাঁচিঝুলিস্থ টাঙ্গাইল বাসস্ট্যান্ডে পৌছে দিয়েছেন। এরপর তথ্য প্রযুক্তির মাধ্যমে চোরকে শনাক্ত করে শিবলিঙ্গটি টাঙ্গাইল জেলার সদর থানাধীন দাইন্না চৌধুরী বাগিল এলাকা রয়েছে বলে নিশ্চিত হন। এরপর মামলা দায়ের হওয়ার চার ঘন্টার মধ্যে ঘটনার সাথে জড়িত আসামি প্রশান্ত কর্মকারকে (৩৩) গ্রেফতার এবং তার হেফাজত হতে চুরি হওয়া শিবলিঙ্গটি উদ্ধার করা হয়। প্রশান্ত কর্মকার টাঙ্গাইল জেলার সদর থানাধীন বাগিল গল্পের বাজার (দাইন্না চৌধুরী) এলাকার মনোরঞ্জন কর্মকারের ছেলে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এঘটনার সাথে আরো কেউ জড়িত থাকলে তাকেও আইনের আওতায় আনা হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা। এসময় ওসি (তদন্ত) সাইফুল ইসলাম, এসআই আনোয়ার ও অসিম উপস্থিত ছিলেন। #

মতিউল আলম