ময়মনসিংহে বিএনপির বিশাল যৌথকর্মী সমাবেশ

ময়মনসিংহে বিএনপির বিশাল যৌথকর্মী সমাবেশ

BMTV Desk No Comments

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ  

রাষ্ট্র মেরামতের দেশ নায়ক তারেক রহমানের সাংগঠনিক কার্যক্রমে গতিশীল আনার লক্ষ্যে ময়মনসিংহ বিএনপি ও অঙ্গসংগঠনের দিক নির্দেশনা মূলক যৌথ কর্মী সমাবেশ করেন। গতকাল (১৮ নভেম্বর) সোমবার ময়মনসিংহ জেলা স্কুল বোর্ডিং মাঠে অনুষ্ঠিত হয়েছে।

কর্মী সমাবেশে কেন্দ্রীয় যুবদলের সাধারন সম্পাদক নুরুল ইসলাম নয়নের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী। প্রধান বক্তা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্রদল সংসদ সিনিয়র সহ সভাপতি আবু আফসান মো: ইয়াহিয়া, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সেচ্ছসেবকদলের সহ সভাপতি ইয়াছিন আলী। ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব রুকনুজ্জামান সরকার রুকন।

মহানগর যুবদলের সভাপতি মোজাম্মেল হক টুটু, সাধারণ সম্পাদক জোনায়েদ হোসেন শাকিল, ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সাধারন সম্পাদক এড. দিদারুল ইসলাম রাজু, মহানগর ছাত্রদলের সভাপতি নাঈমুল করিম লেলিন, সাধারণ সম্পাদক তানভীর আহমেদ রবিন, ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি মাহবুবুর রহমান রানা,সাধারণ সম্পাদক আবু দাউদ রায়হান,ফুলবাড়ীয়া উপজেলার যুবনেতা মঞ্জুরুল হক খান প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কেন্দ্রীয় ছাত্রদল সংসদ সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক শ্যমল মালুম।##

এনায়েতুর রহমান