You must need to login..!
Description
স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক, মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, এসজিপি, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি, আজ ১৯ নভেম্বর ২০২৪ তারিখে বাহিনীর ময়মনসিংহ রেঞ্জের বিভিন্ন ইউনিট পরিদর্শনে আগমন করেছেন।
এদিন তিনি প্রথমে ময়মনসিংহ রেঞ্জ কার্যালয়, জেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষণ কেন্দ্র, জেলরোড, ময়মনসিংহ পরিদর্শন এবং বৃক্ষরোপণ করেন। মধ্যাহ্ন বিরতির পর মহাপরিচালক ময়মসিংহ রেঞ্জের সকল ইউনিট প্রধানদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি দেশের সামাজিক নিরাপত্তা ও উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে এই বৃহৎ বাহিনীকে নতুন বাংলাদেশ বিনির্মাণে সক্রিয় ভূমিকা পালনের নির্দেশনা প্রদান করেন।
এরপর মহাপরিচালক জেলা আনসার-ভিডিপি প্রশিক্ষণ কেন্দ্র,বাঁশবাড়ী; জেলা কমান্ড্যান্ট কার্যালয় এবং ফুলবাড়ীয়া উপজেলার ঐতিহ্যবাহী কালাদহ আনসার-ভিডিপি ক্লাব পরিদর্শন করেন। কালাদহ ক্লাব পরিদর্শনকালে তিনি বলেন “কালাদহ মডেল বাংলাদেশের সব জায়গায় পৌছে দিতে পারলে আমাদের আর পিছনে তাকাতে হবে না। বাংলাদেশ পুনর্জম্মের যে সুযোগ তৈরি হয়েছে কালাদহ মডেল অনেক বড় অবদান রাখবে।” তিনি আরও বলেন, “কালাদহ অভিজ্ঞতা প্রতিটি ইউনিয়নে ছড়িয়ে দিতে চাই। আর্থ সামাজিক উন্নয়নে কালাদহ আনসার-ভিডিপি ক্লাব হবে সারা দেশের মডেল।”
এছাড়া বুধবার তিনি নালিতাবাড়ী,শেরপুরে অবস্থিত ৩২ আনসার ব্যাটালিয়নের উদ্দেশ্যে ময়মনসিংহ ত্যাগ করবেন। এ সফরে তার সঙ্গী হিসেবে আছেন আনসারের উপপরিচালক (সমন্বয়) নাজমুছ সালেহীন নূর।