ময়মনসিংহের মেয়াদোত্তীর্ণ পণ্য ও নকল বীজ বিক্রয় করাসহ বিভিন্ন অপরাধে ৭ প্রতিষ্ঠানে ২৪ হাজার টাকা জরিমানা

ময়মনসিংহের মেয়াদোত্তীর্ণ পণ্য ও নকল বীজ বিক্রয় করাসহ বিভিন্ন অপরাধে ৭ প্রতিষ্ঠানে ২৪ হাজার টাকা জরিমানা

BMTV Desk No Comments

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ  
ময়মনসিংহের মুক্তাগাছায় মেয়াদোত্তীর্ণ পণ্য ও নকল বীজ বিক্রয় করাসহ বিভিন্ন অপরাধে সাত প্রতিষ্ঠানে ২৪ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
ময়মনসিংহের মুক্তাগাছায় মেয়াদোত্তীর্ণ পণ্য ও নকল বীজ বিক্রয় করাসহ বিভিন্ন অপরাধে সাত প্রতিষ্ঠানে ২৪ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম এই অভিযান পরিচালনা করেন।

খবরের সত্যতা নিশ্চিত করে তিনি বলেন, অভিযানের সময় মূল্যের তালিকা প্রদর্শন না করা, মেয়াদ-মূল্যহীন পণ্য, মেয়াদোত্তীর্ণ পণ্য ও নকল বীজ বিক্রয় করাসহ বিভিন্ন অপরাধে এ জরিমানা করা হয়। অভিযানে আরও উপস্থিত ছিলেন জেলা ভোক্তা অধিকারের সহকারী পরিচালক মো. আব্দুস ছালাম। অভিযানে সহায়তা করে মুক্তাগাছা থানা পুলিশের একটি টিম।###

মতিউল আলম