You must need to login..!
Description
স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ
সাফজয়ী নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ ২০২৪ বাংলাদেশ দলের ধোবাউড়ার কলসিন্দুরের ৬ নারী ফুটবলারকে সোমবার ধোবাউড়া উচ্চ বিদ্যালয় খেলার মাঠে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে সংবর্ধনা প্রদান করেছে ধোবাউড়া ও হালুয়াঘাটের রাজনৈতিক ব্যক্তিত্ব, কবি, সাহিত্যিক, সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী, ক্রীড়া সংগঠক, খেলোয়াড়সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সমন্বয়ে গঠিত এই সংবর্ধনা কমিটির সমন্বয়কারী বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। সংবর্ধিত সাফ জয়ী ৬ নারী ফুটবলারা হচ্ছেন- সানজিদা আক্তার, মারিয়া মান্দা, তহুরা খাতুন, শাসসুন্নাহার সিনিয়র, শাসসুন্নাহার জুনিয়র ও শিউলী আজিম। ছয় নারী ফুটবলার ধোবাউড়া উপজেলার কলসিন্দুর গ্রামের বাসিন্দা।
এসময় বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, সাফজয়ী নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের শিরোপা অর্জন বাংলাদেশের জন্য গর্ব। এই গর্বের সাথে কলসিন্দুরের ছয় নারী ফুটবলার সম্পৃক্ত হয়ে পুরো ময়মনসিংহসহ ধোবাউড়াবাসীকে গর্বিত করেছে।
তিনি হালুয়াঘাট ও ধোবাউড়ার সকল শ্রেণী পেশার মানুষকে এই সংবর্ধনা অনুষ্ঠানে সোমবার বেলা ৩টার মধ্যে ধোবাউড়া খেলার মাঠে “এ সেলিব্রেশন চ্যাম্পিয়ন ” শিরোনামে এই সংবর্ধনায় অনুষ্ঠান সমাবেশে রূপ নেয়। পরে ঢাকা থেকে আগত সাংস্কৃতিক কর্মীদের পরিবেশনায় কনসার্ট ফর কলসিন্দুর” অনুষ্ঠিত হয়। এসময় বিশেষ অতিথি ছিলেন সাবেক ফুটবলার ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল ইসলাম, বাংলাভিশন টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক ও বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসন।
এ সময় ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন বাবলু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ আলম, সদস্য সচিব রোকনুজ্জামান সরকার রোকন, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট এম এ হান্নান খান,উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এনায়েতুর রহমান, উত্তর জেলা বিএনপির সদস্য মোতাহার হোসন তালুকদার, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শামীম আজাদ, বিএনপিনেতা ব্রিগেডিয়ার শামস,সাবেক উপজেলার চেয়ারম্যান মফিজ উদ্দিন, অধ্যাপক জি এম আজহারুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান মানিকসহ উত্তর জেলা যুবদলের সভাপতি শামছুল হক শামছু বিভিন্ন স্তরের মানুষ উপস্থিত ছিলেন।
##
মতিউল আলম