You must need to login..!
Description
স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ
দারিদ্র্য বিমোচনে ও নারীর ক্ষমতায়নে মানুষের কল্যাণে ২০২৩-২০২৪ অর্থ বছরে “আশা” ময়মনসিংহ বিভাগে সাড়ে ৪ লাখ পরিবারকে ৪হাজার ১০২ কোটি টাকা ঋণ সহায়তা দিয়েছে। গতকাল দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সাথে এক মতবিমিয় সভায় এতথ্য জানান আশার সিনিয়র এডিশনাল ডি।ভশনাল ম্যানেজার সমীরণ চন্দ্র রায়। তিনি জানান, চলতি অর্থ বছরে ৭৯ হাজার সদস্যের মাঝে ৬৫০ কোটি টাকা ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ডিভিশনাল ম্যানেজার জসীম উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাহফুজুল আলম মাসুম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন আশার সহকারী পরিচালক পরিচালক এম আনসারুল্লাহ করিম, জেলা ম্যানেজার, সৈয়দ জাহিদুল ইসলাম খান, প্রেসক্লাবের সহ সভাপতি মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক অমিত রায়, সাংবাদিক ইউনিয়নের সভাপতি এম আইয়ুব আলী, প্রমুখ। ##