গফরগাঁওয়ে অবৈধ বালু উত্তোলনকালে সেনাবাহিনীর হানা, খনন সামগ্রী জব্দ

image

You must need to login..!

Description

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ  

ময়মনসিংহের গফরগাঁওয়ে অবৈধভাবে বালু উত্তোলনের সময় সেনাবাহিনীর অভিযানে বালু কাটার কাজে ব্যবহৃত বোলগেট ও অন্যান্য খনন সামগ্রী জব্দ করা হয়।
উপজেলার বারবাড়িয়া ইউনিয়নের পাড়াভৌম এলাকার বালুর খলায় নিলামের বালুর অতিরিক্ত ব্রহ্মপুত্র নদ থেকে খনন করে মজুদ ও বিক্রির সময় গফরগাঁওয়ের অস্থায়ী সেনাবাহিনীর ক্যাম্পের দায়িত্বরত মেজর আব্দুল্লাহ আল শরীফ তার টিম নিয়ে অভিযান চালান। পরে বুধবার সন্ধ্যায় বোলগেট ও অন্যান্য খনন সামগ্রী জব্দ করেন। এ সময় অবৈধভাবে বালু তোলার কাজে নিয়োজিত লোকজন নদী সাঁতরে পালিয়ে যায়।
এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে তাৎক্ষণিকভাবে সেনাবাহিনীর ক্যাম্প থেকে এই ব্যবস্থা গ্রহণ করা করা হয়।
জানা যায়, আওয়ামী লীগের দোসররা খননযন্ত্র ব্যবহার করে সিন্ডিকেট করে সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রি করছিল।
৫ আগষ্টের পরিবর্তিত পরিস্থিতিতে দুর্বৃত্তরা পালিয়ে গেলে সরকার পতিত বালু জব্দ করে নিলাম ডাক দেয়। পরে এসব বালু নিলামকারীরা বিক্রি করছিল।
তবে স্থানীয়রা জানান, গফরগাঁও উপজেলা বিএনপির সদ্য বিলুপ্ত কমিটির যুগ্ন আহবায়ক ফকরুল ইসলাম জব্দকৃত বালু ছাড়াও অতিরিক্ত ভূমি খনন করে বিক্রি করছিল।
গফরগাঁওয়ের অস্থায়ী সেনাবাহিনীর ক্যাম্পের দায়িত্বরত মেজর আব্দুল্লাহ আল শরীফ জানান, স্থানীয় লোকজন বিষয়টি সেনাবাহিনীকে জানালে জনস্বার্থে এই ব্যবস্থা নেয়া হয়।##

মতিউল আলম

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার