ময়মনসিংহ সিটির সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তাসহ চার কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে আদালতে মামলা

ময়মনসিংহ সিটির সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তাসহ চার কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে আদালতে মামলা

November 29, 2024 93 Views

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ 
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা ও বর্তমান ময়মনসিংহের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) ইউসুফ আলীসহ চার কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে জেলা ও দায়রা জজ (সিনিয়র স্পেশাল জজ) আদালতে মামলা হয়েছে। মামলা নং-৮/২০২৪।

মামলায় অভিযুক্তরা হলেন বর্তমান ময়মনসিংহ অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা ইউসুফ আলী, সিটি কর্পোরেশন নির্বাহী প্রকৌশলী (বিদুৎ) জিল্লুর রহমান, নগর পরিকল্পনাবিদ মানস বিশ্বাস, তত্ত্বাবধায়ক প্রকৌশলী জহুরুল হক।

জেলা জজ আদালতের প্রধান তথ্য কর্মকর্তা বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে দুর্নীতি প্রতিরোধ আইনের ৪/৫ ধারায় মামলাটি হয়েছে। বিজ্ঞ জেলা ও দায়রা জজ (সিনিয়র স্পেশাল জজ) আদালতে বিচারক মমতাজ পারভীন মামলাটি আমলে নিয়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আনীত অভিযোগ জেলা সমন্বিত দুর্নীতি দমন কর্মকর্তার কার্যালয়ে তদন্ত ও প্রতিবেদন দাখিলের আদেশ দিয়েছেন।

আইনজীবী রিয়াদ মোহাম্মদ সাঈদ জানান, নগরীর মোহাম্মদ আলী রোডের মৃত অ্যাডভোকেট ইব্রাহিম পারভেজের ছেলে বুলবুল বাদী হয়ে অভিযুক্তদের বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে অর্থ উপার্জনের দায়ে আদালতে মামলাটি করেন।##
মতিউল আলম

সাম্প্রতিক