ময়মনসিংহে বিসিক শিল্প নগরীতে অগ্নিকাণ্ডঃ দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে

image

You must need to login..!

Description

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ 

ময়মনসিংহের মাসকান্দায় বিসিক শিল্প নগরীতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ১০ ইউনিট দুই ঘণ্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে। আজ শুক্রবার সকাল ১০টার দিকে হেকেম বাংলাদেশ কীটনাশক গোডাউনে আগুন লাগে। পরে তা আশপাশে ছড়িয়ে পড়ে।

অগ্নিকাণ্ডের তথ্য নিশ্চিত করেন ময়মনসিংহ ফায়ার সার্ভিসের বিভাগীয় উপপরিচালক মতিউর রহমান। তিনি বলেন, হেকেম বাংলাদেশ কীটনাশক গোডাউনে কীভাবে আগুন লেগেছে তা এখনো বলা যাচ্ছে না। তবে ফায়ার সার্ভিসের ১০ ইউনিট দুই ঘণ্টা কাজ করে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

হেকেম বাংলাদেশ ময়মনসিংহের এরিয়া ম্যানেজার মামুন অর রশিদ বলেন, গোডাউনটিতে কীটনাশক তৈরির দ্রব্য থাকত। সেটি সব সময় তালা বদ্ধ ছিল। শুধু একজন দারোয়ান ছিলেন। গোডাউনে আগুন লাগলে, পরে তা আশপাশে ছড়িয়ে পড়ে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। ##

মতিউল আলম

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার