ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের ত্রিশালের মঠবাড়ী ইউনিয়নের বাদামিয়া মধ্যপাড়া গ্রামে মাইজবান্ডারী অনুষ্ঠান ও বাৎসরিক মিলাদ মাহফিল ঘর ভাংচুর ও গেইটে অগ্নি সংযোগের ঘটনায় ত্রিশাল থানায় গত রবিবার (১ ডিসেম্বর) অলহরী বাদামিয়া মধাপাড়া হাজীবাড়ী জামে মসজিদের ঈমাম আঃ হামিদ (৪০) সহ ২৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০/১৫ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন ্য়ঁড়ঃ;সৈয়দ মজিবুল বশর আল হাসানীয়া আল মাইজবান্ডারী এসোসিয়েশনের সহ-সভাপতি শহিদুল ইসলাম।
অভিযোগে জানাযায়, ২৮/১১/২০২৪ তারিখ উক্ত স্থান হতে অনুমান ২০০ গজ পশ্চিম দিকে বাদামিয়া মধ্যপাড়া হ্যজীবাড়ী জামে মসজিদে বাৎসরিক ওয়াজ মাহফিলের আয়োজন করে। ওয়াজ মাহফিল শেষে ২৯/১১/২০২৪ তারিখ রাত অনুমান দুই ঘটিকার সময় বিবাদীগন বেআইনী জনতাবদ্ধে দেশীয় অস্ত্র সস্ত্র নিয়া ত্রিশাল থানাধীন বাদামিয়া সাকিনহমাইজবান্ডারী অনুষ্ঠান ও বাৎসরিক মিলাদ মাহফিল ঘর ভাংচুর করিয়া এবং গেইটেঅগ্নি সংযোগ করিয়া অনুমান ৮০ হাজার টাকার ক্ষতি সাধন করে। বাদী তার
অভিযোগে আরো জানায়, তার চাচাতো ভাই মজিবুর রহমান (৫০) এবং ভাতিজা মাহফুজ আলী (১৯) বাধা দিতে গেলে ১নং বিবাদীর হুকুমে অন্যান্য বিবাদীগন লোহার রড ও বাঁশের লাঠি-সোটা দিয়া এলোপাথারী পিটাইয়া শরীরের বিভিন্ন স্থানে নিলা ফুলা জখম করে। বিবাদী আরিফ হত্যার উদ্দেশ্যে তার হাতে থাকা লোহার রঙ দিয়া মজিবুর রহমান এর মাথার ডান পাশে স্বজোরে বারিয়া মারিয়া ফাটা রক্তাক্ত জখম করে। সাথে সাথে বিবাদী তোতা মিয়া তার হাতে থাকা লোহার রড দিয়া মজিবর রহমান এর মাথা লক্ষ করিয়াস্বজোড়ে বারি মারিলে মজিবর ডান হাত দিয়া ঠেকাইলে ডান হাতের আগুলে লাগিয়া হাড় ভাঙ্গা জখম হয়। বিবাদী শাহিন তার হাতে থাকা লোহার রড দিয়া আমার ভাতিজামাহফুজ এর মাথায় তালুতে স্বজোড়ে বারি মারিয়া ফাটা রক্তাক্ত জখম করে। তার চাচাতো বোন নাছিমা খাতুন (৩৮) ফিরাইতে গেলে তাকেও বিবাদীগন মারপিট করিয়া শরিরের বিভিন্ন স্থানে ফুলা জখম করে। পরে স্থানীয়দের সহায়তায় মজিবুর রহমান ও মাহফুজ আলীকে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়া গেলে কর্তব্যরত ডাক্তার তাদের উক্তহাসপাতালে ভর্তি করেন। পরবর্তীতে ইং-২৯/১১/২০২৪ তারিখ দুপুর অনুমান দুপুর সোয়া দুইটার দিকে উল্লেখিত বিবাদীগন পরস্পর যোগসাজসে একই উদ্দেশ্যে পূনরায় বেআইনী জনতাবন্ধে দা, লাঠি, লোহার এড ইত্যাদি দেশীয় অস্ত্রে সস্ত্রে সজ্জিত হইয়া ত্রিশাল খানাধীন বাদামামিয়া সাকিনস্থ উক্ত মাইজবান্ডারীর রক্ষনা-বেক্ষনকারী তার চাচাতো ভাই মো: তরিকুল ইসলাম এর বসবাসকৃত ঘরে অনধিকার প্রবেশ করে ঘরে রক্ষিত নগদ দুই লাখ টাকা নিয়া যায় এবং ঘরের আসবাবপত্র ভাংচুর ও উভয় ঘরে অগ্নি সংযোগ করিয়া অনুমান দেড় লাখ টাকার ক্ষতি সাধন করে।
এ ব্যাপারে ত্রিশাল থানার ওসি মনসুর আহাম্মদ জানান, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।