গফরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত

গফরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত

December 4, 2024 82 Views

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ  
ময়মনসিংহের গফরগাঁও-ভালুকা সড়কে সিএনজি দুর্ঘটনায় ফাহিম আহাম্মদ জিদান (২২)নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছে। নিহত ওই পুলিশ সদস্যের বাড়ি পার্শ্ববর্তী নান্দাইল উপজেলার মহেশ কুড়া গ্রামে। বাবার নাম মোঃ রুহুল আমিন।ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দিবাগত রাতে গফরগাঁওয়ের ভারইল এলাকায়। এ ঘটনায় সিএনজি চালকসহ আরও বেশ কয়েকজন আহত হয়।
পুলিশ জানায়,নিহত পুলিশ সদস্য পিওএম ঢাকা দক্ষিণে কর্মরত ছিলেন। ভালুকা থেকে গফরগাঁও হয়ে নিজ বাড়িতে যাওয়ার পথে দুর্ঘটনা নিহত হয় সে।গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কর্তব্যরত চিকিৎসক ডা:মুন জানান,হাসপাতালে নিয়ে আসার আগেই পুলিশ সদস্য ফাহিম আহাম্মদ জিদানের মৃত্যু হয়।###

মতিউল আলম

সাম্প্রতিক