চতুর্থ দিনের মতো ময়মনসিংহ থেকে সব লোকাল ট্রেন চলাচল বন্ধঃ যাত্রীদের চরম ভোগান্তি

চতুর্থ দিনের মতো ময়মনসিংহ থেকে সব লোকাল ট্রেন চলাচল বন্ধঃ যাত্রীদের চরম ভোগান্তি

BMTV Desk No Comments

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ
বন্ধ মাইলেজ চালুর দাবীতে ৪র্থ দিনের মতো কর্মবিরতি পালন করছেন রেলওয়ে রানিং স্টাফ, শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন। ট্রেন পরিচালনায় রানিং স্টাফ- এলএম, গার্ড ও টিটি সংকটের কারনে ৪র্থ দিনের মতো ময়মনসিংহ থেকে নেত্রকোনার জারিয়া, মোহনগঞ্জ ও জামালপুর- দেওয়ানগঞ্জ রেলপথে লোকাল ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এই তিনটি রেলপথে ৮ জোড়া এবং ঢাকা- দেওয়ানগঞ্জ রেলপথে ভাওয়াল মেইল ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন  হাজার হাজার  যাত্রী। ভুক্তভোগীরা দ্রুত সময়ে এই সংকট সমাধানের দাবী জানিয়েছেন।

এদিকে আন্ত:নগর, কমিউটার এবং মেইল ট্রেন চলাচল করলেও রানিং স্টাফরা অতিরিক্ত ডিউটি না করায় প্রত্যেকটি ট্রেন ১/২ ঘন্টা বিলম্বে চলাচল করছে।

আন্দোলনকারী জানান, দীর্ঘ ১৬০ বছরেরও বেশী সময় ধরে রেলওয়ে রানিং স্টাফদের মাইলেজ সুবিধা চালু ছিলো। কিন্তু ২০২২ সালে নতুন নিয়োগপ্রাপ্তদের থেকে মাইলেজ বন্ধ করে দেয়া হয়। তবে এর আগে নিয়োগপ্রাপ্তরা এখনো মাইলেজ সুবিধা পেলেও ২০২১ সালে অর্থ মন্ত্রনালয়ের একটি পরিপত্রে পেনশন ও আনুতোষিকে পার্ট অব পে মাইলেজ সুবিধা বাতিল করা হয়।
রেলওয়ে রানিং স্টাফ,শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জানান বন্ধ মাইলেজ চালুর দাবীতে তারা কর্মবিরতি পালন করে যাচ্ছেন। দাবী আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন। ###

মতিউল আলম