
You must need to login..!
Description
স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ
ময়মনসিংহে জিয়া ক্রিকেট টূর্ণামেন্ট-২০২৪ এর বিভাগীয় টি-টুয়েন্টি খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সার্কিট হাউজ মাঠে বেলুন উড়িয়ে টূর্ণামেন্টের উদ্বোধন করেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এনামুল হক মনি। উদ্বোধনী অনুষ্ঠানে বিভাগীয় পরিচালনা কমিটি আহ্বায়ক অধ্যাপক এ কে এম শফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম, জিয়া ক্রিকেট টূর্ণামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক রকিবুল ইসলাম
বাবু ও সাবেক ক্রিকেটার সানোয়ার হোসেন। এসময় শহীদ সাগরের পিতা আসাদুজ্জামান, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ওয়ারেস আলী মামুন ও ,বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আফজাল এইচ খান, সাবেক এমপি নূরুল কবির শাহীন, সহ-সাংগঠনিক সম্পাদক ওয়ারেস আলী মামুন ও আবু ওয়াহাব আকন্দ, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন বাবলু, যুগ্ম আহবায়ক আলমগীর মাহমুদ আলম, সদস্য সচিব রোকনুজ্জামান সরকার রোকন, নেত্রকোনা জেলা বিএনপির আহ্বায়ক ডা. আনোয়ারুল হক, জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক শামীম তালুকদার, শেরপুর জেলা বিএনপির সভাপতি ডা. সিরাজুল হক, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শেখ আমজাদ আলী, বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদোয়ানসহ মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক এম এ হান্নান, লিটন আকন্দসহ ক্রীড়া সংগঠক এবং বিএনপির কেন্দ্রীয় ও বিভাগীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। খেলায় সবুজদল টসে জিতে ২০ ওভারে ১০৭ রান করে। লালদল ১৯ ওভারে ৫ উইকেট হারিয়ে ১০৮ রান করে জয়ী হয়। ###
মতিউল আলম