ময়মনসিংহে আওয়ামীলীগ, ছাত্রলীগ নেতাসহ গ্রেফতার ৪ঃ ছাত্রলীগ নেতা মিশুকে ৫ দিনের রিমান্ড চেয়ে আবেদন

ময়মনসিংহে আওয়ামীলীগ, ছাত্রলীগ নেতাসহ গ্রেফতার ৪ঃ ছাত্রলীগ নেতা মিশুকে ৫ দিনের রিমান্ড চেয়ে আবেদন

December 6, 2024 63 Views

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ 
গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে ২জন আওয়ামীলীগ, ১ ছাত্রলীগ নেতাসহ ৪ জনকে গ্রেফতার করেছে। পুলিশ মহানগর ছাত্রলীগের আহবায়ক কমিটির সদস্য মাহমুদ শাহরিয়ার @ মিশু (৩০) কে ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ সফিকুল ইসলাম খান জানান, এসআই (নিঃ) খলিলুর রহমান সংগীয় ফোর্স সহ অভিযান চালিয়ে কাচিঝুলি এলাকা হতে অন্যান্য মামলার আসামী মহানগর আওয়ামীলীগ ০৩নং ওয়ার্ড, সভাপতি মোঃ সোহেল উদ্দিন (৫০) কে গ্রেফতার করে। সোহেল ৮০/খ/১ কাচিঝুলি হামিদ উদ্দিন রোড, পিতামৃত-আশরাফ উদ্দিন আহম্মেদ এর পুত্র ।
এসআই (নিঃ) অংকন সরকার সংগীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান চালিয়ে অন্যান্য মামলার আসামী মহানগর ছাত্রলীগের আহবায়ক কমিটির সদস্য মাহমুদ শাহরিয়ার @ মিশু (৩০) কে কোতোয়ালী মডেল থানাধীন নতুন বাজার এলাকা হতে গ্রেফতার করে। মিশু এপি/সাং-১৩/সি সাহেব আলী রোড, নতুন বাজার এলাকার পিতামৃত-আব্দুস সামাদ-এর পুত্র । তার গ্রামের বাড়ি নেত্রকোনার কমলাকান্দা থানার গজারমারী গ্রামে।

এসআই (নিঃ) আব্দুল হক সংগীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান চালিয়ে অন্যান্য মামলার আসামী ২ নং কুষ্টিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আমিনুল ইসলাস বাবুল (৫৬) কে বিদ্যাগঞ্জ এলাকা হইতে গ্রেফতার করে। বাবুল কুষ্টিয়া ইউপির ৬নং ওয়ার্ড পিতা-মৃত আব্দুল আজিজ সরকারের পুত্র।

এএসআই (নিঃ) জয়নাল আবেদীন থানা এলা্কায় অভিযান চালিয়ে ১ টি সিআর সাজাপ্রাপ্ত পরোয়ানাভূক্ত আসামীকে গ্রফতার করেন। সিআর পরোয়ানাভূক্ত আসামী হচ্ছেন পাটগুদাম ৩১, রেলির মোড়ের আব্দুর রাজ্জাকের পুত্র মোজাম্মেল হোসেন।
প্রত্যেক আসামীদেরকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।##

মতিউল আলম

সাম্প্রতিক