তারাকান্দায় সড়ক পাকাকরণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ

image

You must need to login..!

Description

তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি-

ময়মনসিংহের তারাকান্দা উপজেলার কামারগাঁও ইউনিয়নের দুটি সড়ক পাকা করণে নিম্নমানের ইটের খোয়া, বালু ব্যবহারের অভিযোগ উঠেছে। এতে স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।

উপজেলা প্রকৌশলীর কার্যালয় ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার কামারগাঁও ইউনিয়নের আশ্বিয়া মসজিদ হইতে ওয়াই পর্যন্ত ১.২ কিলোমিটার পাকা সড়ক নির্মাণের জন্য ১ কোটি ৭০ লাখ বরাদ্দ দেওয়া হয়। গৌরীপুর উপজেলার ঠিকাদারি প্রতিষ্ঠান জিমজুম এন্টারপ্রাইজের নামে কাজটি বরাদ্দ দেওয়া হয়। অন্য সড়কটি গোবিন্দখিলা মসজিদ হতে গালাগাঁও ইউনিয়নের কালনিকান্দা পীর বাড়ি পর্যন্ত ১ কিলোমিটার পাকা সড়ক নির্মাণের জন্য ১ কোটি ৪৪ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। দুটি পাকা সড়কের কাজই সাব-কন্ট্রাক্টে কিনে নিয়েছেন কামারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাইমুর রহমান উজ্জ্বল। প্রায় ৪ মাস বক্স কেটে রাখার পর সম্প্রতি সড়ক দুটির উন্নয়ন কাজ শুরু হলেও নিম্ন মানের ইটের খোয়া ও মাটি যুক্ত বালি দিয়ে কাজ করার অভিযোগ উঠে। সড়কে খোয়া এবং বালুর পরিমাণ মানা হচ্ছে না। লড়ি গাড়ী দিয়ে ইটের খোয়া ও মাটিযুক্ত বালি মিশ্রিত মালামাল এনে সড়কে ঢালছে। মাটিযুক্ত বালুর সাথে খোয়ার পরিমাণ একেবারে কম।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েক জন জানান, সড়ক নির্মাণে মিম্ন মানের খোয়া দেওয়া হচ্ছে। বালুর মানও খুব খারাপ। আমরা নিষেধ করলেও ঠিকাদারের লোকজন তা মানছে না। এভাবে সড়ক নির্মাণ করলে ৬ মাসের মধ্যে ভেঙে যাবে।এ বিষয়ে উপজেলা প্রকৌশলী মোহাম্মদ জুবায়ের হেসেন এর সাথে যোগাযোগ করলে তিনি বলেন, সাইডে লোক পাঠিয়ে দেখছি । ###