
You must need to login..!
Description
ময়মনসিংহ প্রতিনিধিঃ
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত তামান্না (১৭) নামের এক কিশোরীর মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু ফোকাল পার্সন ডা. মহিউদ্দিন খান মুন জানান, তামান্না নেত্রকোনা জেলার মদন উপজেলার গৌবিন্দশ্রী ইউনিয়নের মিরাজ আলীর মেয়ে। তামান্না গত ২ ডিসেম্বর ডেঙ্গু আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। গতকাল ৭ ডিসেম্বর রাত ৮ টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তামান্নার মৃত্যু হয়।
ডা. মহিউদ্দিন খান মুন জানান, হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন ২২ জন। এর মাঝে পুরুষ ১৭ জন, নারী ৪ জন ও এক জন শিশু রয়েছে। এছাড়া গত গত ২৪ ঘন্টায় ৮ জন ভর্তি হয়েছে সুস্থ হয়ে ছুটি নিয়ে ৭ জন বাড়ী চলে গেছেন।