নান্দাইলে এক রাতে কৃষকের ১১ গরু চুরি

image

You must need to login..!

Description

মোঃ রফিকুল ইসলাম খোকন নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধিঃ

ময়মনসিংহের নান্দাইলে এক রাতে চার কৃষকের মোট ১১টি গরু ও একটি ছাগলসহ বেশ কয়েক মণ ধান চুরির ঘটনা ঘটেছে। শনিবার রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটে । চুরি হওয়া গরুগুলোর মূল্য কমপক্ষে ১০ লাখ টাকা হবে বলে ধারণা করা হচ্ছে।
ভুক্তভোগী কৃষকরা জানান, উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের বরিল্লা গ্রামের কবিল চেয়ারম্যানের বাড়িতে এ ঘটনা ঘটে। ওই গ্রামের নাসির উদ্দিন এর ৬টি গরু ও একটি ছাগল এবং তার চাচাতো ভাই আমিনুল ইসলামের ২টি, তাইজুল ইসলামের ২টি ও নুরুল হকের ১টিসহ মোট ১১টি গরু চুরি হয়েছে।
ক্ষতিগ্রস্ত নাসির উদ্দিন জানান, তাদের গরুগুলো বাড়ির ভেতরের গোয়াল ঘরে থাকে। তিনি প্রতিদিনের মত গরুগুলোর সেবা করে ঘুমাতে যান।
এ অবস্থায় আজ রবিবার ফজরের নামাজের পর তার বাবা হোসেন আলী গোয়াল ঘরে গিয়ে দেখেন তার গরুগুলো নেই। পরে একেক করে খবর পান, পাশের বাড়ির তিন চাচারও পাঁচটি গরু নেই। এ অবস্থায় তাৎক্ষণিক সব স্থানে খোঁজ করেও গরুগুলোর আর সন্ধান পাননি।
ক্ষতিগ্রস্ত নুরুল হক জানান, এলাকায় তাদের বাড়িটি অধিক সুপরিচিত এবং সুরক্ষিত।
এ বাড়িতে কখনো কোনো চুরির ঘটনা ঘটেনি। বর্তমানে এ ঘটনার পর কৃষকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এ ঘটনায় থানায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদ আহম্মেদ জানান। উল্লেখ্য ইদানিং নান্দাইল উপজেলা সদরসহ প্রত্যন্ত অঞ্চলে ব্যাপক হারে গরু চুরি বৃদ্ধি পেয়েছে ।###