৮ দিন বন্ধ থাকার পর ময়মনসিংহে লোকাল ট্রেনগুলো চলাচল শুরু

image

You must need to login..!

Description

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ 
ট্রেন পরিচালনায় টিটি, গার্ডসহ লোকবল সঙ্কটে আট দিন বন্ধ থাকার পর ময়মনসিংহ থেকে বিভিন্ন রুটে লোকাল ট্রেনগুলো চলাচল শুরু করেছে। মঙ্গলবার সকাল থেকে ময়মনসিংহ থেকে গৌরীপুর হয়ে নেত্রকোনার জারিয়া, মোহনগঞ্জ ও জামালপুর-দেওয়ানগঞ্জ রেলপথে এ ট্রেনগুলো চলাচল করে।

ময়মনসিংহ রেলওয়ে স্টেশন সুপারিনটেনডেন্ট নাজমুল হক খান জানান, মঙ্গলবার সকাল থেকে ময়মনসিংহ থেকে গৌরীপুর হয়ে নেত্রকোনার জারিয়া, মোহনগঞ্জ ও জামালপুর-দেওয়ানগঞ্জ রেলপথে এসব ট্রেনগুলো চলাচল করেছে। গত ২ ডিসেম্বর থেকে দাবি আদায়ের লক্ষ্যে সারাদেশের মতো ময়মনসিংহেও কর্মবিরতি চলছিলে। মূলত লোক মাস্টারের সঙ্কটের কারণে ট্রেন চলাচল বন্ধ ছিল।

ময়মনসিংহ রেলওয়ে রানিং স্টাফ, শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের নেতারা বলেন, ১৬০ বছরেরও বেশি সময় ধরে রেলওয়ে রানিং স্টাফদের মাইলেজ সুবিধা চালু ছিল। কিন্তু ২০২২ সালে নতুন নিয়োগপ্রাপ্তদের থেকে মাইলেজ বন্ধ করে দেয়া হয়। তবে এর আগে নিয়োগপ্রাপ্তরা এখনো মাইলেজ সুবিধা পেলেও ২০২১ সালে অর্থ মন্ত্রণালয়ের একটি পরিপত্রে পেনশন ও আনুতোষিকে পার্ট অব পে মাইলেজ সুবিধা বাতিল করা হয়। বন্ধ মাইলেজ চালুর দাবিতে কর্মবিরতি পালন করা চলছিল।

রেলওয়ে সূত্রে জানা গেছে, চলমান সঙ্কট নিরসনে সোমবার সকালে রেলভবনে বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফদের সাথে এক সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভার সিদ্ধান্তসমূহ বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো: আফজাল হোসেন স্বাক্ষরিত পত্রে জানা গেছে, আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে নবনিযুক্ত এএলএম গ্রেড-২ এবং গার্ড গ্রেড-২-এর চাকরির অফার লেটারের ১২ নম্বর শর্ত প্রত্যাহারের ব্যবস্থা গ্রহণ করা হবে। শর্ত প্রত্যাহারের আগ পর্যন্ত তারা কর্মঘণ্টার ভিত্তিতে যে মাইলেজ অর্জন করবেন তা বকেয়া হিসেবে পরিশোধের উদ্যোগ গ্রহণ করা হবে। সে পর্যন্ত সকল রানিংস্টাফ কর্তৃক তাদের মাইলেজ ও পেনশন জটিলতা সমাধানের জন্য গৃহীত চলমান বিভিন্ন কার্যক্রম স্থগিত রাখবেন। নবনিযুক্ত এএলএম গ্রেড-২ পর্যায়ের কর্মকর্তারা তাদের কর্মবিরতি স্থগিত করবেন।

রানিংস্টাফদের পেনশন সুবিধাদাধির সাথে মাইলেজ যুক্ত করার বিষয়ে প্রজ্ঞাপন জারির লক্ষ্যে অর্থ মন্ত্রনালয়, রেলপথ মন্ত্রনালয় এবং বাংলাদেশ রেলওয়ের সমন্বয়ে একটি ত্রিপক্ষীয় সভা আয়োজন করা হবে। এছাড়াও বিভাগীয় পদোন্নতিপ্রাপ্ত রানিংস্টাফদের বেতন ভাতাদি ও মাইলেজ যথানিয়মে পরিশোধের বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।###

মতিউল আলম