ভালুকায় একই ফ্যানের সঙ্গে শাড়িতে ঝুলন্ত অবস্থায় স্বামী ও স্ত্রীর মরদেহ উদ্ধার

ভালুকায় একই ফ্যানের সঙ্গে শাড়িতে ঝুলন্ত অবস্থায় স্বামী ও স্ত্রীর মরদেহ উদ্ধার

BMTV Desk No Comments

স্টাফ রিপোর্টার,ময়মনসিংহ ও ভালুকা প্রতিনিধি
ময়মনসিংহের ভালুকায় একই ফ্যানের সঙ্গে শাড়িতে ঝুলন্ত অবস্থায় স্বামী ও স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তারা স্থানীয় ক্রাউন ফ্যাক্টরির শ্রমিক বলে জানা গেছে। বুধবার (১১ ডিসেম্বর) রাতে জেলার ভালুকা উপজেলার জমিরদিয়া মাস্টারবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। মৃতরা হলেন- সাগর ইসলাম (২২) এবং তার স্ত্রী নূপুর (১৯)। তারা নেত্রকোণা ও দিনাজপুরের বাসিন্দা বলে জানা গেছে।

ভালুকা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. হুমায়ুন কবীর খবরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, দুই মাস আগে ওই দম্পতি মাস্টারবাড়ী এলাকায় একটি বাসায় ভাড়া ওঠেন। গতকাল রাতে তাদের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে কেন বা কী কারণে এ ঘটনা ঘটেছে, তা এখনো জানা যায়নি। বিস্তারিত তদন্তের মাধ্যমে জানা যাবে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের মর্গে প্রেরন করা হয়েছে।