গফরগাঁওয়ে একরাতে ছয় টান্সফরমার চুরি

গফরগাঁওয়ে একরাতে ছয় টান্সফরমার চুরি

BMTV Desk No Comments

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ 
ময়মনসিংহের গফরগাঁওয়ে শুক্রবার (১৩ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলার রাওনা ইউনিয়নের দীঘা গ্রামে একরাতে ছয় টান্সফরমার চুরির ঘটনা ঘটেছে।

ভুক্তভোগী সাবেক পুলিশ কর্মকর্তা মাকসুদুল ইসলাম রতন বলেন, গতরাতে ছয়টি টান্সফরমার চুরি হয়েছে। তিনটা টান্সফরমার আমার মালিকানাধীন। দীর্ঘদিন ধরে এলএলপি সেচ প্রকল্পের মাধ্যমে গ্রামের জমিতে সেচ দিয়ে আসছি। এ চুরির ফলে আমার অনেক ক্ষতি হয়ে গেলো।
তিনি আরও বলেন, সামনে সেচ মৌসুম। এ সময় টান্সফরমার চুরির ফলে বিপদে পড়ে গেছি। রাত ১টা পর্যন্ত সজাগ ছিলাম। শেষ রাতে চুরির ঘটনা ঘটেছে। তাৎক্ষণিক পল্লীবিদ্যুৎ অফিস ও থানায় বিষয়টি জানাই।

এ বিষয়ে পল্লীবিদ্যুৎ ময়মনসিংহ-২ গফরগাঁও অঞ্চলের ডিজিএম (অতিরিক্ত) মো. জিয়াউর রহমান খান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। আইনগত সহায়তার জন্য থানায় জিডি করবো। টান্সফরমার চুরি গেলে কৃষকে সম্পূর্ণ মূল্য পরিশোধ করতে হবে।
গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুজ্জামান খান বলেন, বিষয়টি আমাদের মৌখিকভাবে জানানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।###

মতিউল আলম