নান্দাইলের ছাত্রী অপহরণ করে ২ মাস আটকে রেখে ধর্ষণ আদালতে মামলা

image

You must need to login..!

Description

মোঃ রফিকুল ইসলাম খোকন, নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহের নান্দাইল উপজেলার সিংরইল ইউনিয়নের নারায়ণপুর গ্রামের স্কুল পড়ুয়া ছাত্রীকে (বাকচান্দা আব্দুস সামাদ একাডেমীর ১০ম শ্রেনীর ছাত্রী) একই ইউনিয়নের কচুরী গ্রামের মোঃ হানিফ মিয়ার বখাটে পুত্র মোহাম্মদ হোসাইন (২২) কর্তৃক গত ১লা জুন ২০২৪ অস্ত্রের মুখে বাড়ির সামনে থেকে অপহরণ করে অজ্ঞাতস্থানে আটকে রেখে ২ মাস ধরে ধর্ষণের অভিযোগে ময়মনসিংহের বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মামলা সূত্রে জানা যায়, ঘটনার পূর্ব থেকে হোসাইন উক্ত স্কুল ছাত্রীকে প্রেম নিবেদন সহ কটুক্তি করে আসছিল। স্কুল ছাত্রী প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তাকে সাগাটাপাড় কমিউনিটি ক্লিনিকের সামনের রাস্তা থেকে ভিকটিমের উড়না দিয়ে মুখ বেধে জোরপূর্বক বিবাদী ও অজ্ঞাতনামা ২/৩জন মিলে সিএনজি যোগে অজ্ঞাত স্থানে তুলে নিয়ে যায়। বিষয়টি নান্দাইল মডেল থানা পুলিশ প্রশাসনকে অবহিত করলে দেশে বৈষম্য বিরোধী আন্দোলন চলমান থাকায় পুলিশ মামলা গ্রহন করে নাই। বিগত ৬ সেপ্টেম্বর ২০২৪ রশিদ মেম্বারের বাড়ির দক্ষিনের রাস্তায় আহত অবস্থায় রাত আনুমানিক ৭টার দিকে বিবাদী মুমূর্ষু অবস্থায় ভিকটিমকে ফেলে রেখে যায়। পরে মেয়েকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ছাত্রীর ১টি চোখের অবস্থা আশংকা জনক থাকায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আগারগাঁও চক্ষু হাসপাতালে প্রেরণ করা হয়। এদিকে স্থানীয় একটি প্রভাবশালী চক্র স্কুল ছাত্রীকে অপহরণ, ধর্ষণ ও নির্যাতনের বিষয়টি ধামাচাপা দেবার চেষ্টা সহ বিবাদী হোসাইনকে দেশের বাহিরে পাঠিয়ে দেবার উদ্যোগ নিয়েছে। পরে মেয়ের পিতা মোঃ আবুল কালাম আজাদ ধর্ষক হোসাইনকে একমাত্র আসামী ও অজ্ঞাত নামা ২/৩ জন অজ্ঞাতনামা উল্লেখ করে মামলা দায়ের করলে বিজ্ঞ আদালত মামলাটি ময়মনসিংহ জেলা পিবিআই কর্তৃপক্ষকে তদন্ত করে প্রতিবেদন দাখিল করার নিদের্শ প্রদান করেন। তদন্তকারী কর্মকর্তা পিবিআই সাব-ইন্সপেক্টর মোঃ মোসলেম উদ্দিন আদালতের নিদের্শনা পেয়ে ইতিমধ্যে মামলাটি নান্দাইলে এসে সরজমিন তদন্ত করে গেছেন। বর্তমানে স্কুল ছাত্রীটির শারীরিক অবস্থা সংকটাপন্ন। যে কোন সময় জীবন বিপন্ন হতে পারে। এলাকাবাসী স্কুল ছাত্রীটিকে অপহরণ, ২ মাস আটকে রেখে ধর্ষণের বিষয়টি জানেন বলে জানান।স্থানীয় জনগণ অবিলম্বে ঘটনার সাথে জড়িত হোসাইন সহ অন্যান্য আসামীদের দ্রুত গ্রেফতার করার জোর দাবী সহ আসামী হোসাইন যাতে দেশের বাহিরে যেতে না পারে এর জন্য আইনগত ব্যবস্থা গ্রহনের জোরদাবী জানান।###