বিএনপি মাদ্রাসা শিক্ষার স্বকীয়তা বজায় রেখে আধুনিক শিক্ষাকে সংযুক্ত করবে-প্রিন্স

বিএনপি মাদ্রাসা শিক্ষার স্বকীয়তা বজায় রেখে আধুনিক শিক্ষাকে সংযুক্ত করবে-প্রিন্স

BMTV Desk No Comments

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন , আওয়ামী লীগ মাদ্রাসা শিক্ষা বিরোধী কাজ করেছে, মাদ্রাসাকে তারা জঙ্গীবাদের আস্তানা হিসেবে বিবেচনা করে দমন নিপীড়ন চালিয়েছে। বিএনপি মাদ্রাসা শিক্ষার স্বকীয়তা বজায় রেখে আধুনিক শিক্ষাকে সংযুক্ত করবে।
এমরান সালেহ প্রিন্স আজ রাতে ধোবাউড়া উপজেলার গামারীতলা ইউনিয়নে চান্দের নগর মাদ্রাসার ইসলামী সম্মেলনে বক্তব্য রাখছিলেন । সম্মেলনে ইসলামী চিন্তাবিদ জালাল উদ্দীন আহমদ, বিএনপি নেতা আলহাজ্ব মফিজ উদ্দিন, অধ্যাপক আজহারুল ইসলাম কাজল বক্তব্য রাখেন । তিনি মাদ্রাসার জন্য ব্যক্তিগত অনুদান প্রদান করেন ।
সম্মেলনে তিনি বলেন, মদজিদ মাদ্রাসা আল্লাহর প্রতিষ্ঠান ।আল্লাহর প্রতিষ্ঠানকে আল্লাহর বান্দাদেরকেই দেখে শুনে রাখতে হবে ।ধর্মপ্রাণ মুসলমানের এই দেশে মাদ্রাসা শিক্ষা ছিলো, আছে এবং থাকবে। যারা মাদ্রাসাকে জঙ্গীবাদের আস্তানা ও আলেম-ওলামাদের জঙ্গী অপবাদ দিয়েছিলেন, তারা নিজেরাই জঙ্গীবাদের মতো সন্ত্রাস ,গণহত্যা করে জনগণের ওপর যুদ্ধ চাপিয়ে দিয়েছিলো। সেই যুদ্ধে তারা পরাজিত হয়ে দেশ ছেড়ে পালিয়ে গেছে। তিনি দ্বিনী প্রতিষ্ঠানের উন্নয়নে, পরিচালনায় জনগণকে আরো বেশী সম্পৃক্ত করার আহ্বান জানান।
তিনি বলেন, বিএনপি ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী দল।সে কারণে বিএনপি সবসময় ধর্মীয় মূল্যবোধ বজায় রাখতে ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে ও ধর্মীয় শিক্ষা ও সংস্কৃতি বিকাশে কাজ করে।তিনি সকলের কাছে বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ,,ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য দোয়া কামনা করেন ।