মুক্তিযোদ্ধাদের অবদান জাতি চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে– ময়মনসিংহ বিভাগীয় কমিশনার

image

You must need to login..!

Description

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ

ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদ বলেছেন, মুক্তিযোদ্ধাদের অবদান জাতি চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে। মুক্তিযোদ্ধাগণ জাতির মাথার উপর বটগাছের ছায়া হয়ে বেঁচে আছেন। জাতির সূর্যসন্তান মুক্তিযোদ্ধাদের মনের কথাগুলো স্বাধীনভাবে ব্যক্ত করার মতো পরিবেশ বর্তমানে রয়েছে। মুক্তিযোদ্ধারা কখনো অন্যায় করতে পারেন না, অন্যায় সহ্য করতে পারেন না। এসময় বৈদেশিক আগ্রাসনের নাগপাস ছিন্ন করতে মুক্তিযোদ্ধাদের সহায়তা কামনা করেন বিভাগীয় কমিশনার। ময়মনসিংহ বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনকে মুক্তিযোদ্ধারা সর্বাত্মক সহযোগিতা করবেন বলেও প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

মহান বিজয় দিবস-২০২৪ উদযাপন উপলক্ষ্যে অনুষ্ঠিত আলোচনা সভা এবং শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য ও বীর মুক্তিযোদ্ধাগণের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে বিভাগীয় কমিশনার এসব কথা বলেন। আজ সোমবার (১৬ ডিসেম্বর) ময়মনসিংহ জেলা প্রশাসনের আয়োজনে নগরীর এডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানের সূচনাপর্বে জাতীয় সংগীত বাজানো হয়। এই সময় উপস্থিত অতিথিগণ দাঁড়িয়ে জাতীয় সংগীতের সঙ্গে কন্ঠ মেলান। এরপর মহান মুক্তিযুদ্ধে শহীদ বীর মুক্তিযোদ্ধাগণ এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদগণের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে দৃষ্টান্ত স্থাপন করে ময়মনসিংহের বিভাগীয় কমিশনার, রেঞ্জ ডিআইজি, জেলা প্রশাসকের নেতৃত্বে কর্মকর্তাগণ স্বহস্তে বীর মুক্তিযোদ্ধাদের হাতে ফুলেল শুভেচ্ছা তুলে দেন।

অনুষ্ঠানে ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি ড. মো. আশরাফুর রহমান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. ইউসুফ আলী, ময়মনসিংহ জেলা প্রশাসক মুফিদুল আলম, পুলিশ সুপার মো. আজিজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যগণ, সরকারি দপ্তরের কর্মকর্তাগণ, সুশীল সমাজের প্রতিনিধি, নগরীর বিভিন্ন স্তরের নাগরিকসহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।