
You must need to login..!
Description
স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ
বগুড়া -৬ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রাগিবুল হাসান রিপুকে নেত্রকোনা থেকে গ্রেফতার করেছে র্যাব-১৪। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে বগুড়া জেলার বিভিন্ন থানায় হত্যা মামলা সহ মোট ১৩ টি মামলা রয়েছে। বুধবার রাতে নেত্রকোনা জেলার মোহনগঞ্জ পৌর এলাকা থেকে র্যাব ১৪ এর একটি দল তাকে গ্রেফতার করেছে।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকালে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লে.কর্নেল মুনীম ফেরদৌস এ তথ্য নিশ্চিত করেন।
র্যাব জানায়, বগুড়া ৬ আসনের সাবেক সাংসদ রাগিবুল হাসান রিপু কে নেত্রকোনা জেলার মোহনগঞ্জ পৌর এলাকা থেকে গত রাতে র্যাব ১৪ এর একটি দল গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন।
তার বিরুদ্ধে বগুড়া জেলার বিভিন্ন থানায় হত্যা মামলা সহ মোট ১৩ টি মামলা রয়েছে।##
মতিউল আলম