বর্নাঢ্য আয়োজনে সালেসিয়ান সিস্টারর্স নার্সিং কলেজের শিরাবরণ, নবীনবরণ ও বিদায় অনুষ্ঠান

image

You must need to login..!

Description

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ

সালেসিয়ান সিস্টারর্স নার্সিং কলেজের শিরাবরণ, নবীনবরণ ও বিদায় অনুষ্ঠান জাকঝমক বর্নাঢ্য আয়োজনে সম্পন্ন হয়েছে। গতকাল শনিবার বিকালে ভাটিকাশর পাদ্রী মিশনের আমা আচিক রাসং মিউজিয়াম হলে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশ্ব ধর্ম এবং সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক ডঃ ফাদার তপন ডি রোজিরিও। বাংলাদেশ প্রভেন্সিস এর প্রভিন্সিয়াল সিস্টার মেরী জসিন্তার সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন নার্সিং কলেজের অধ্যক্ষ সিস্টার দোলিনা দ্রং (লিয়া) ।

 

 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন গারো জাতিসত্তার বিশিষ্ট্য কবি ও গবেষক ২০২৪ সালে স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত অরন্য চিরান। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, বিএমটিভির প্রধান সম্পাদক ও দৈনিক মানবজমিনের স্টাফ রিপোর্টার মতিউল আলম ও কলেজের শিক্ষকমন্ডলী, বিভিন্ন কোচিং সেন্টারের মালিকগণ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন নার্সিং কলেজের সহকারী অধ্যাপক সিস্টার রুবি চিসিম।

filter: 0; jpeg

ডিপ্লোমা ইন নাসিং সায়েন্স এবং মিডওয়াইফারি ৬ষ্ঠ ব্যাচের বর্ষের ৬০জন শিক্ষার্থীর শিরাবরণ করা হয়। ৩য় ব্যচের বেসিক বিএসসি ইন-নার্সিং ১৫জন। শিরাবরণ অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করান কলেজের ভাইস প্রিন্সিপাল সিস্টার মেরী রানী রোজারিও। পোস্ট বেসিক বিএসসি ইন নার্সিং ৪র্থ ব্যাচের নবীন ২০ শিক্ষার্থীকে বরণ করা হয়।

filter: 0; jpegRotation: 0; filet

ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এবং মিডওয়াইফারির তৃতীয় ব্যাচের ৫৯ জন শিক্ষার্থীকে বিদায় সম্বর্ধনা প্রদান করা হয়। শিরাবরণ, নবীন বরণ ও বিদায় অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে নাচ ও গানের মাধ্যমে অনুষ্ঠানকে মনোগ্ধকর করে তোলা হয়।

filter: 0; jpegRotation: 0; fileterIntensity:

 

অনুষ্ঠানের শুরুতেই পবিত্র বাইবেল, গীতা ও আল কোরআন পাঠের মাধ্যমে শুরু হয়। পরবর্তিতে প্রধান অতিথি মোমবাতি প্রজ্বলনের করেন। শিরাবরণ অনুষ্ঠানে ১ম ব্যাচের প্রজ্বলিত মোমবাতি তুলে দেন শিক্ষার্থীদের হাতে প্রধান অতিথি ও বিশেষ অতিথিগণ। ##

মতিউল আলম

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার