ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে শকুনের দৃস্টি পড়েছে–প্রিন্স

image

You must need to login..!

Description

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ 

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে শকুনের দৃস্টি পড়েছে উল্লেখ করে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশে শকুনকে নামতে দেয়া হবে না।
তিনি আজ ময়মনসিংহের হালুয়াঘাটে খৃস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিনের প্রস্তুতি উপলক্ষে দিনব্যাপী ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশন, মিশন ও গীর্জা প্রধানদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন ।
তিনি সকলকে বড়দিনের শুভেচ্ছা জানিয়ে আশা প্রকাশ করে বলেন, ফ্যাসিবাদ মুক্ত পরিবেশে এবারের বড়দিন হবে আনন্দময় এবং নিরাপদ। ভয় ভীতি শঙ্কার কিছু নাই। একটি স্বার্থান্বেষী মহল দেশের শান্তি, শৃঙ্খলা বিনস্টের জন্য পরিকল্পিতভাবে সাম্প্রদায়িক সংঘাত সৃস্টির ষড়যন্ত্র করছে। সেই ষড়যন্ত্রের অংশ হিসেবে হালুয়াঘাটে হিন্দুদের কীর্তন উপলক্ষে নির্মানাধীন প্রতিমা ভাংচুর করা হয়েছে । তিনি বলেন,বড়দিনে কোনো ষড়যন্ত্র বরদাশত করা হবে না। তিনি প্রশাসন, সেনাবাহিনী,আইন শৃঙ্খলা বাহিনী এবং বিএনপি নেতাকর্মী ও জনসাধারণের প্রতি খৃস্টান সম্প্রদায়ের বড়দিন উদযাপনে সর্বাত্মক সহযোগিতা ও সতর্ক দৃস্টি রাখার আহ্বান জানান।

এসময় ফাদার কল্যান রেংচেং, সুব্রত রেমা, জেমস জর্নেস চিরান, সুপারসং ঘাগড়া, ভদ্র ম্রং, রানু স্নাল পাস্টার পূর্ণ রাংসা, প্রশান্ত নাসাক,  ফ্রান্সিস পাথাং,  লিও চিরান, দুলেদ্র সাংমা, এজেন্দ্র সাংমা, জগদীস সাংমা, সুব্রত রেমা আশীষ আজিম এবং বিএনপি নেতা আসলাম মিয়া বাবুল, হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ, আবু হাসনাত বদরুল কবির, বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক আমজাদ আলী, বীরমুক্তিযোদ্ধা কাজিম উদ্দিন,  চেয়ারম্যান শফিকুর রহমান , সাবেক চেয়ারম্যান আবদুল হাই , কাজী ফরিদ আহমেদ পলাশ, রফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন ।

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার