ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে ময়মনসিংহে শুভ বড়দিন উদযাপিত

image

You must need to login..!

Description

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ  
ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে ময়মনসিংহে শুভ বড়দিন উদযাপিত হচ্ছে। এ বছর জেলার ২৫৯টি গির্জার মধ্যে ১৮টি গির্জায় জাঁকজমকপূর্ণভাবে বড়দিনের অনুষ্ঠান হচ্ছে। দেশ ও জাতির কল্যাণ কামনায় গির্জাসমূহে বড়দিনের প্রার্থনা করা হয়।বুধবার (২৫ ডিসেম্বর) সকাল ৯টায় ময়মনসিংহ নগরীর ভাটিকাশর সাধু পেট্রিকের কাথেড্রাল গির্জায় শুরু হয় বিশেষ প্রার্থনা। প্রার্থনায় অংশ নিতে ভোরের কুয়াশা ভেদ করে দলে দলে শহরের বিভিন্ন স্থান থেকে আসতে শুরু করেন খ্রিস্টান ধর্মাবলম্বীরা। শিশু নারীসহ সব বয়সের মানুষের দেখা মেলে গিজার্য়।

গিজার্য় আসা সীমা সেন নামে এক তরুণী বলেন, বড়দিনকে ঘিরে আমাদের অনেক বড় স্বপ্ন, আমরা চাই আমার প্রিয় বাংলাদেশসহ সকল দেশের মানুষ শান্তিতে থাকুক। দেশের মঙ্গল হোক। হানাহানি মারামারির বিনাশ ঘটুক।

পূজা বিশপ নামে আরেক তরুণী বলেন, প্রতি বছর এই দিনটির অপেক্ষায় আমরা থাকি। এবছর আমরা দিনটি উদযাপন করার জন্য বেশ কয়েক দিন ধরেই প্রস্তুতি নিয়েছি। সকাল সকাল তাই গিজার্য় এসেছি। এখানে প্রার্থনা শেষ করে বাসায় গিয়ে খেয়ে পরিবার নিয়ে ঘুরতে বের হবো। জীবনের সকল অশান্তি দূর হবে এটাই আমাদের প্রত্যাশা।

প্রার্থনা শেষে ময়মনসিংহের ধর্মপাল বিশপ পনেন পোল কুবি বলেন, মানুষের কল্যাণেই হোক আমাদের যাত্রা। আমরা প্রার্থনা করেছি প্রতিটি মানুষ যেন তার স্বপ্ন বাস্তবায়ন করতে পারে। প্রত্যেকটি রাষ্ট্রে অশান্তি দূর হয়ে শান্তি ফিরে আসুক। মানুষের প্রতি মানুষের ভালোবাসা আরও সুদৃঢ় হোক।

মতিউল আলম

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার