নজরুল বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সদস্য হলেন ত্রিশালের দুই গুনীজন

image

You must need to login..!

Description

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে দুইজন সিন্ডিকেট সদস্য মনোনয়ন করেছে শিক্ষা মন্ত্রণালয়। তারা হলেন- স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের ফাউন্ডার এন্ড ভাইস-প্রেসিডেন্ট ডাঃ মো. মাহবুবুর রহমান ও চেঞ্জ ইনিশিয়েটিভের চিফ এক্সিকউটিভ এম জাকির হোসেন খান। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারী সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা ২৩ ডিসেম্বর এ মনোনয়ন দেন। শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মো: শাহীনুর ইসলাম স্বাক্ষরিত এক আদেশে এ মনোনয়ন দেওয়া হয়।
আদেশে উল্লেখ করা হয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের স্মারক নং- জাককানইবি/রেজি/সিসম/৩৯/০৭/২৮-৩০; তারিখ ১৭/১০/২০২৪ মূলে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, ২০০০৬ এর ১৭(১) (ঘ) ও ১৭(২) ধারা অনুযায়ী বিশ্ববিদ্যলয়ের সিন্ডিকেট সদস্য হিসেবে দুই জনকে মনোনয়ন করা হল। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী আগামী দুই বছর জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।
জন্মসূত্রে ত্রিশালের দুই কৃতি সন্তান এই প্রথম একসাথে কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য মনোনয়ন পাওয়ায় আনন্দিত ত্রিশালবাসী। উপজেলার কাঠাঁল ইউনিয়নের প্রয়াত কৃষিবিদ হাবিবুর রহমানের সন্তান স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের ফাউন্ডার এন্ড ভাইস-প্রেসিডেন্ট ডাঃ মো. মাহবুবুর রহমান ও উপজেলার ধানীখোলা ইউনিয়নের প্রয়াত ডা. আবুল হোসেনর সন্তান চেঞ্জ ইনিশিয়েটিভের চিফ এক্সিকিউটিভ এম জাকির হোসেন খান।